Online Fraud: মোবাইলের টাওয়ার বসানোর নামে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

Manatosh Podder | Edited By: অংশুমান গোস্বামী

Apr 24, 2023 | 10:33 AM

Jamalpur: ঘটনা নিয়ে জামালপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। এর পরই ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতর করা হয়েছে। ধৃত যুবকের নাম অমিতাভ বন্দোপাধ্যায়।

Online Fraud: মোবাইলের টাওয়ার বসানোর নামে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত
প্রতীকী চিত্র

Follow Us

জামালপুর: ইন্টারনেটের যুগে সাইবার অপরাধের রমরমা গোটা দেশজুড়েই। বিভিন্ন ফাঁদ পেতে প্রতারকরা সাধারণ মানুষকে ঠকিয়ে চলেছেন। অনলাইনে টাকা হাতানোর অভিযোগও রয়েছে। সম্প্রতি এ রকমই এক ঘটনা সামনে এসেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। মোবাইলের টাওয়ার বসানোর নামে প্রতারকদের ফাঁদে পড়েন জামালপুরের এক বাসিন্দা। তাঁর থেকে ৬ লক্ষ ৭৩ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনা নিয়ে জামালপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। এর পরই ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতর করা হয়েছে। ধৃত যুবকের নাম অমিতাভ বন্দোপাধ্যায়। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বিরাটি থানা এলাকায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চক্রের ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পূর্ব বর্ধমানের জামালপুরের রেশলাতপুর এলাকার বাসিন্দা হায়দার আলি। তিনি মোবাইল টাওয়ার বসানোর ফাঁদে পড়ে প্রতারিত হন তিনি। গত বছর এপ্রিল মাসে অভিযুক্ত অমিতাভ প্রথমবার ফোন করে হায়দার আলিকে। তার পর বেশ কয়েক ধাপে ৬ লক্ষ ৭৩ হাজার টাকা অনলাইন মারফৎ অমিতাভ নেযন বলে অভিযোগ। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে জামালপুর থানায় গত বছর সেপ্টেম্বর মাসে অভিযোগ দায়ের করেন হায়দার আলি।

অভিযোগ পেয়ে তদন্ত নামে জামালপুর থানার পুলিশ। অমিতাভকে একটি নোটিশ পাঠায় এবং জামালপুর থানায় হাজিরার কথা জানায়। শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ জামালপুর থানায় আসার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দীর্ঘক্ষণ জেরা করার পর রবিবার তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তের জন্য সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে আদালতে পেশ করে পুলিশ। অভিযুক্তকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Next Article