Train Delayed: প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, সাড়ে ৩ ঘণ্টা আটকে থেকে আবার যাত্রা শুরু সরাইঘাট এক্সপ্রেসের
Train Delayed: স্টেশন লাগোয়া একটি রেলগেট রয়েছে। আর ট্রেনটি এমন জায়গায় থমকে গিয়েছে, যে সেটি রেলগেট আটকে দিয়েছে। ফলে স্টেশন সংলগ্ন ওই রাস্তাটিও আপাতত বন্ধ হয়ে গিয়েছে। রেলগেট পারাপার করতে পারছেন না গ্রামবাসীরা।

বর্ধমান: সরাইঘাট এক্সপ্রেসের (Saraighat Express) প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। শুক্রবার বিকেলে হাওড়া থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল ট্রেনটি। বর্ধমান স্টেশন ছেড়ে কিছু এগিয়ে যেতেই ঘটে বিপত্তি। সন্ধে প্রায় ৬ টা নাগাদ বনপাস স্টেশনে প্যান্টোগ্রাফ ভেঙে থমকে যায় ট্রেন। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টা পরে ট্রেনটি আবার রওনা দেয়। বনপাস স্টেশনে ঢোকার মুখে আটকে পড়েছিল আপ সরাইঘাট এক্সপ্রেস। শুধু ট্রেনযাত্রীরাই নয়, সমস্যায় পড়েছিলেন বনপাস স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারাও। কারণ, স্টেশন লাগোয়া একটি রেলগেট রয়েছে। আর ট্রেনটি এমন জায়গায় থমকে গিয়েছিল, যে সেটি রেলগেট আটকে দিয়েছিল ফলে স্টেশন সংলগ্ন ওই রাস্তাটিও বন্ধ হয়ে গিয়েছিল। রেলগেট পারাপার করতে পারছিলেন না গ্রামবাসীরা।
এদিকে হাওড়া – মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের প্যান্টোগ্রাফও ঝড়ে ভেঙে গিয়েছিল বলে জানা যাচ্ছে। সেটি আটকে ছিল ঝাপটার ঢাল স্টেশনের কাছে। এই জোড়া প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি জেরে আরও বেশ কয়েকটি ট্রেনও থমকে গিয়েছিল। আপ বর্ধমান-রামপুরহাট লোকাল আটকে ছিল বর্ধমান ও তালিত স্টেশনের মাঝখানে। আপ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারও দাঁড়িয়ে ছিল বর্ধমান স্টেশনে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আশ্বস্ত করে জানিয়েছিলেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তির জেরে সমস্যায় পড়েছিলেন যাত্রীরাও। অনেকেই অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ট্রেন থেকে নীচে নেমে গিয়েছিলেন। মুম্বই থেকে হাওড়া হয়ে এক যাত্রী বাড়ি ফিরছিলেন। সঙ্গে অসুস্থ এক রোগীও রয়েছে। ট্রেনের এই হঠাৎ বিপত্তিতে সমস্যায় পড়েছিলেন তিনিও। নিরুপায় হয়ে বনপাস স্টেশনে তিনি দাঁড়িয়ে থাকেন ট্রেন চালু হওয়ার অপেক্ষায়। আর এক যাত্রী মেদিনীপুর থেকে হাওড়া হয়ে আলিপুরদুয়ারে যাচ্ছিলেন। প্যান্টোগ্রাফ ভেভে পড়ায় বিপাকে তিনিও। তবে রেলের তরফে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়। শেষে প্রায় সাড়ে তিন ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
