বর্ধমান: বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে (Soumitra Khan) কটাক্ষ করলেন তাঁর প্রাক্তন স্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী সুজাতা মণ্ডল (Sujata Mondal)। বললেন, ‘যাঁরা পদ এবং ক্ষমতার লোভে রাজনীতি করেন, তাঁদের রাজনীতি থেকে দূরে থাকাই উচিত।’
রবিবাসরীয় সন্ধ্যায় বর্ধমানের মেহেদী বাগানে একটি কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। এ দিন সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে সুজাতা বলেন, ‘উনি তো কোথাও গুরুত্ব পান না। যখন যে দলে থাকেন সেই দলকেই পাগল করে দেন। তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উল্টো-পাল্টা কথা বলেছেন। এখন তিনি যে দলে আছেন সেই জানি না কতদিন থাকবেন। দলের বিরুদ্ধে বলছেন। নিশ্চয় গুরুত্ব না পাওয়ার মত কিছু করেছেন।’ এরপর তৃণমূল নেত্রী বলেন, ‘রাজনীতি করছি মানেই আমার পদ চাই। জাগয়া চাই। আমার চাই-চাই-চাই এই মানসিকতা থাকলে আমার মনে হয় দূরে থাকাই ভাল। কারণ রাজনীতি পাওয়ার জাগয়া নয়। মানুষের কাজের জায়গা। আজকে যারা দেশবরেন্য রাজনীতিবীদ রয়েছেন তাঁদের দেখলেই আমরা বুঝব তাঁরা যে উচ্চতায় পৌঁছেছেন তাঁদের গোটা জীবন চলে গিয়েছে। সেখানে কেউ যদি অল্পদিনে এসে অনেক কিছু পেয়ে যান আমার মনে হয় তখনই তার মস্তিষ্ক বিকৃতি ঘটে বা পাগলামিটা বাড়ে।’
উল্লেখ্য, কয়েকদিন আগে রাঢ় বঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন সৌমিত্র খাঁ। তার জায়গায় সেই দায়িত্ব আরোপিত হয়েছে লকেট চট্টোপাধ্যায়ের উপর। কোর কমিটির অবর্জভার পদে জায়গা না পাওয়াতেই এই পদত্যাগ বলে মনে করেছে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ। সূত্রের খবর, কোর কমিটির নতুন অজার্ভার হয়েছেন যুব মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল ও মহিলা মোর্চার নেত্রী লকেট চ্যাটার্জীর মতো নেত্রীরা। তবে কোর কমিটির অজার্ভাবর তো বটেই, এসটি মোর্চা, কৃষক ফ্রন্ট কোনটাতেই সৌমিত্রকে জায়গা দেওয়া হয়নি। এতেই তাঁর ক্ষোভ প্রকাশ্যে এসে পড়ল বলে মনে করা হচ্ছে। যদিও বিজেপি ছাড়ছেন না বলে জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন সৌমিত্র।