Durgapur: রোগী রেফার নিয়ে তুলকালাম, দুর্গাপুর ইএসআই হাসপাতালে ভাঙচুর, চিকিৎসককে মারধরের অভিযোগ

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 26, 2022 | 11:15 PM

Durgapur: কম্পিউটার, প্রিন্টার-সহ একাধিক সরঞ্জাম ভাঙচুর করা হয় বলে অভিযোগ। যদিও, ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুরের রাঁচি কলোনির বাসিন্দা উত্তরা দাস নামে ওই অন্তঃসত্ত্বা মহিলার পরিজনরা।

Durgapur: রোগী রেফার নিয়ে তুলকালাম, দুর্গাপুর ইএসআই হাসপাতালে ভাঙচুর, চিকিৎসককে মারধরের অভিযোগ

Follow Us

দুর্গাপুর: অন্তঃসত্ত্বা মহিলাকে বেসরকারি হাসপাতালে রেফারের দাবিতে দুর্গাপুর ইএসআই হাসপাতালের (Durgapur ESI Hospital) ইমারজেন্সি বিভাগে চিকিৎসকের সঙ্গে বচসা রোগীর আত্মীয়দের। জরুরি বিভাগের চিকিৎসককে মারধরের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। এমনকী হাসাপাতালে ব্যাপক ভাঙচুরও করার অভিযোগ সামনে এসেছে। কম্পিউটার, প্রিন্টার-সহ একাধিক সরঞ্জাম ভাঙচুর করা হয় বলে অভিযোগ। যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুরের রাঁচি কলোনির বাসিন্দা উত্তরা দাস নামে ওই অন্তঃসত্ত্বা মহিলার পরিজনরা। 

ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর ইএসআই হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্টেন্ড দীপাঞ্জন বক্সি বলেন, “ঘটনাটি ঘটেছে দুপুর ২টো ৪৮ মিনিট নাগাদ। এদিন একজন অন্তঃসত্ত্বা রোগী আসেন। তাঁর ডেলিভারির জন্য আগে যে ডেট দেওয়া হয়েছিল সেদিন তিনি আসতে পারেননি। আজ তিনি আসেন। আসার পর জরুরি বিভাগের এক চিকিৎসকের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তারপরেই ভাঙচুরের ঘটনা ঘটে। গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। জরুরি বিভাগে কম্পিউটার, প্রিন্টার সহ আরও নানা জিনিস ভাঙা হয়েছে। এক চিকিৎসক মাথায় আঘাত পেয়েছেন। ডাক্তারের বিষয়ে যে অভিযোগ উঠেছে তা তদন্ত সাপেক্ষ। তদন্ত কমিটি তৈরি হবে।” প্রদীপ দেবনাথ নামে ওই হাসাপাতালে ভর্তি থাকা অপর এক রোগীর আত্মীয় বলেন, “আমি আসার পর শুনি এক অন্তঃসত্ত্বা রোগীর পরিজনকে মারধর করেছেন একজন চিকিৎসক। কেন এ ঘটনা ঘটল তা আমার জানা নেই” 

নিরাপত্তা রক্ষী শক্তি মল্লিক বলেন, “রেফার করা নিয়ে রোগীর পরিবারের সঙ্গে ঝামেলা হয়। তবে আমরা কোনও মারধর করিনি ওনাদের।” ইএসআই হাসপাতালের স্বাস্থ্যকর্মী অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায় বলেন, “কর্মীদের উপর এত অত্যাচার হচ্ছে আজকাল। আমরা তো সবসময় ভয়ে ভয়ে কাজ করি। আমি ঘটনা শুনে যখন আসি তখন সব ভাঙচুর হয়ে গিয়েছে।”  

Next Article