বর্ধমান: শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারি, দলে বিশৃঙ্খলা ও অশান্তি বরদাস্ত করা হবে না। তবুও তৃণমূল আছে তৃণমূলেই। মঙ্গলবার বিকেলে পূর্ব বর্ধমানের ভাতারে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বিশৃঙ্খলার চূড়ান্ত হল। চাক্ষুস করলেন দলের কর্মী সমর্থকরা। মুখে শৃঙ্খলা বললেও দলে চূড়ান্ত অশান্তি ও দ্বন্দ্ব তার প্রকাশ্যে দেখা গেল ভাতারে বিধায়কের আয়োজনে বিজয়া সম্মেলনে।
শাসকদলের গোষ্ঠী কোন্দলের জেরে বেশকিছুক্ষন যান চলাচল বিঘ্নিত কার্যত বন্ধ হয়ে যায় বর্ধমান কাটোয়া রাজ্যসড়ককে। রাস্তায় তখন ‘রবিনহুড’ মেজাজে বিধায়ক মানগোবিন্দ অধিকারী। তারপর ঝামেলা অশান্তি থামিয়ে শুরু হয় বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান। কিন্তু অনুষ্ঠানমঞ্চে উত্তেজিত অবস্থায় দেখা যায় ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অশোক হাজরাকে। তাঁকে শান্ত করার চেষ্টা করেন ব্লক তৃণমূল সভাপতি বাসুদেব যশ। মঞ্চের আশপাশে তখন কর্মীদের একাংশ চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। যখন মঞ্চে এত অশান্তি ও ঝামেলা ঘটছে তখন মাঠ ভর্তি দলীয় কর্মী সমর্থক। আর অনুষ্ঠান শুরুর আগেই দলের অভ্যন্তরে এই বিশৃঙ্খলা দেখে শেষ পর্যন্ত রাখা হয়নি বক্তৃতা পর্ব। গান নাচের সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর সন্ধ্যার মুখে বিজয়া সম্মিলনী শেষ করে দেওয়া হয়।
যদিও ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, “বিজয়া সম্মিলনী একটা মিলনের অনুষ্ঠান। আনন্দের বিষয়। তাই আমরা প্রথম থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান করব বলে ঠিক করেছিলাম। বক্তৃতা পূর্ব রেখে অনুষ্ঠান দীর্ঘায়িত করতে চাইনি।” বিশৃঙ্খলার প্রসঙ্গে বিধায়ক বলেন,” অনুষ্ঠান সুষ্ঠভাবে হয়েছে। বাইরে কী ঘটেছে সঠিক জানি না।”
মঙ্গলবার বিকেলে ভাতার বাজারে হাউসিং মাঠে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসে উদ্যোগে। বিধায়কের তত্ত্বাবধানে অনুষ্ঠান হয়। বিকেল তিনটে থেকে অনুষ্ঠান শুরুর কথা। তখন বর্ধমান কাটোয়া রাজ্যসড়ক ধরে প্রচুর লোকজন হাউসিং মাঠের উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ দেখা যায় ভাতার বাজারে নাসিগ্রাম মোড়ে হৈ হট্টগোল ও ঠেলাঠেলি লেগে যায়। বিধায়ক ভিড়ের মধ্যে ঢুকেই শান্ত করতে যান দলীয় কর্মীদের। কিন্তু ধাক্কাধাক্কি দেখে কয়েকজন কর্মী গণ্ডগোলের মাঝ থেকে বিধায়ককে সরিয়ে নিয়ে যান। এরপরেই দেখা যায় তৃণমূল কংগ্রেসের ভাতার ব্লকের সহ সভাপতি অশোক হাজরার বেশকিছু অনুগামী বেশি উত্তেজিত। তাঁরা মিছিল করে নাসিগ্রাম মোড় থেকে হাউসিং মাঠে যান। তারপর সহ সভাপতিকে মঞ্চে তোলা হয়। মঞ্চে উঠেও অশোকবাবুকে উত্তেজিত হতে দেখা যায়। তাঁকে শান্ত করেন ব্লক সভাপতি। এরপর সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয়ে যায়।
দলীয় সূত্রে জানা গিয়েছে বেশকিছুদিন ধরেই ভাতার বাজারের বাসিন্দা দলের সহ সভাপতি অশোক হাজরার সঙ্গে দলের একাংশের মনোমালিন্য চলছে। বিশেষ করে ভাতার গ্রাম পঞ্চায়েত এলাকায় অশোকবাবুর প্রভাব রয়েছে। দলের অভ্যন্তরের কিছু সমস্যা এমনিতেই চলছিল। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে প্রকাশ্যে চলে আসে। যদিও অশোক হাজরার দাবি, “বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে প্রচুর জনসমাগম হয়েছিল। অত্যধিক ভিড়ের কারণে সামান্য বিশৃঙ্খলা হয়েছিল। তবে তারপর সুষ্ঠভাবে অনুষ্ঠান হয়েছে।”