TMC: নিহত কর্মীর বাড়ি যাওয়া নিয়েও গোষ্ঠীদ্বন্দ্ব? ব্লক সভাপতির বিরুদ্ধে সরব বিধায়ক

Manatosh Podder | Edited By: সায়নী জোয়ারদার

Mar 11, 2024 | 9:49 PM

Raina: রায়নার বিধায়ক শম্পা ধাড়া। তিনি অভিযোগ করেন, রায়নার শিবপুরে নিহত এক তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছিলেন তিনি। সঙ্গে আরও কয়েকজন ছিলেন। পথে তৃণমূলের কার্যালয়ের সামনে থেকে তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। দু'জন আহতও হন বলে দাবি বিধায়কের। একজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

TMC: নিহত কর্মীর বাড়ি যাওয়া নিয়েও গোষ্ঠীদ্বন্দ্ব? ব্লক সভাপতির বিরুদ্ধে সরব বিধায়ক
বিধায়ক শম্পা ধাড়া ও রায়না-১ ব্লক সভাপতি বামদেব মণ্ডল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব বর্ধমান: মৃত তৃণমূল কর্মীর বাড়ি যাওয়াকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠল তৃণমূলে। ঘটনাস্থল রায়না। বিধায়ক ঘনিষ্টদের মারধর করার অভিযোগ উঠেছে ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। যদিও ব্লক সভাপতির দাবি, এরকম কোনও ঘটনাই ঘটেনি।

রায়নার বিধায়ক শম্পা ধাড়া। তিনি অভিযোগ করেন, রায়নার শিবপুরে নিহত এক তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছিলেন তিনি। সঙ্গে আরও কয়েকজন ছিলেন। পথে তৃণমূলের কার্যালয়ের সামনে থেকে তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। দু’জন আহতও হন বলে দাবি বিধায়কের। একজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিধায়ক শম্পা ধাড়া বলেন, “আমাদের এক কর্মী মারা যান। আজ সকালে যখন যাচ্ছিলাম বেলসরের কাছে দলীয় কার্যালয়ে প্রধান, উপপ্রধান ছিলেন। রাস্তার উপর কয়েকজন দাঁড়িয়েছিলেন। এসে আমাদের উপর হামলা করে। এরা যে কবে তৃণমূলে এল, কবে পতাকা ধরল আমি জানি না। হাতে লাঠি, পাথর নিয়ে আসে। ওরা বলে বামদা বলে দিয়েছে কোনওভাবেই ওই নিহতের বাড়িতে যাওয়া যাবে না।”

যদিও রায়না-১ ব্লক সভাপতি বামদেব মণ্ডলের দাবি, “আমিও তৃণমূল করি। বিধায়কও দলেরই। একে অপরের বিরুদ্ধে কথা বলাটা আমি পছন্দ করি না। তবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কারও হাতে লাঠি ছিল না, কোনও হামলা হয়নি। বিধায়কও আসেননি। জোর গলায় বলে দিলাম।”

Next Article