ভাতার: ভাতারের শিলাকোট গ্রামের বাসিন্দা আশুতোষ মালিক(২৭) ও সুজন বাগদি (১৮)। দু’জনেই গুজরাটে সোনার কাজ করতেন। বাড়ি ফিরেছিলেন পুজোর ছুটিতে। কিন্তু, কে জানত এই হবে শেষ বাড়ি ফেরা। এদিন সকলেই এলাকায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনেরই। এলাকায় কালীপুজো দেখে বাইকে বাড়ি ফিরছিলেন দু’জনে। পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। তাঁদের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে আউসগ্রামের বড়া গ্রামে পুজো দেখতে গিয়েছিলেন দু’জনে। বাড়ি ফিরতে একটু রাতই হয়ে গিয়েছিল। ফেরার পথে ভাতারের কোড়াপাড়া সংলগ্ন এলাকায় রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে তাঁদের বাইক। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন দু’জন। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন এলাার বাসিন্দারা।
তাঁরাই তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ইতিমধ্যেই বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে দু’জনের দেহের ময়নাতদন্ত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, কয়েকদিনের মধ্যেই তাঁদের ফের কাজে ফেরার কথা ছিল। কিন্তু, তার আগেই এ ঘটনা ঘটে যাবে তা স্বপ্নেও ভাবতে পারছেন না তাঁরা।