Toto and Auto Drivers: রাস্তাঘাটে অটো-টোটোর দৌরাত্ম্য? খারাপ ব্যবহার? সব ‘ঔদ্ধত্য’ এবার হবে শেষ

Kousik Dutta | Edited By: Soumya Saha

Dec 14, 2023 | 4:58 PM

Purba Bardhaman: বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমানের কাটোয়া বাসস্ট্যান্ডের কাছে অভিযান চালায় জেলা পরিবহণ দফতর। ছয় সদস্যের ওই দলের নেতৃত্বে ছিলেন কাটোয়ার অতিরিক্ত পরিবহণ আধিকারিক অরুণাভ শর্মা। অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযানে আর কোনও রেয়াত করতে নারাজ পরিবহণ দফতর।

Toto and Auto Drivers: রাস্তাঘাটে অটো-টোটোর দৌরাত্ম্য? খারাপ ব্যবহার? সব ঔদ্ধত্য এবার হবে শেষ
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কাটোয়া: রাস্তাঘাটে টোটো কিংবা অটোচালকদের দৌরাত্ম্যে নাজেহাল অবস্থা আমজনতার। কে কার আগে পৌঁছবে, তারপর নতুন যাত্রী তুলবে, সেই নিয়ে তাড়াহুড়ো, রেষারেষির অভিযোগ মাঝেমধ্যেই উঠে আসে। তাতে একদিকে যেমন যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে, একইভাবে পথচারীরাও ভয়ে ভয়ে থাকেন। রেষারেষির চক্করে কখন কাকে এসে ধাক্কা মারবে! এছাড়া ঔদ্ধত্য ও আচরণ নিয়েও মাঝেমধ্যেই অভিযোগ ওঠে। এবার সেই সব বন্ধ করতে তৎপর হল পরিবহণ দফতর। অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযানে নামলেন পরিবহণ দফতরের কর্তারা।

বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমানের কাটোয়া বাসস্ট্যান্ডের কাছে অভিযান চালায় জেলা পরিবহণ দফতর। ছয় সদস্যের ওই দলের নেতৃত্বে ছিলেন কাটোয়ার অতিরিক্ত পরিবহণ আধিকারিক অরুণাভ শর্মা। অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযানে আর কোনও রেয়াত করতে নারাজ পরিবহণ দফতর। একেবারে মাঝরাস্তায় যাত্রী নামিয়ে টোটো বাজেয়াপ্ত করা শুরু করে দিয়েছে পরিবহণ দফতর। এছাড়া দু’টি মালবাহী টোটো ও একটি ট্রাক্টরকেও বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে মোট ১২টি টোটো এদিন বাজেয়াপ্ত করা হয় কাটোয়া বাসস্ট্যান্ড চত্বর থেকে।

কাটোয়ার অতিরিক্ত পরিবহণ আধিকারিক অরুণাভ শর্মা অবশ্য বলছেন, এটি কোনও আচমকা অভিযান নয়। গত বেশ কয়েকদিন ধরেই টোটোচালকদের আচরণ ও ঔদ্ধত্যের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযানের পরিকল্পনা চলছিল। তিনি আরও বলেন, “সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, টোটোচালকদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য কী কী মাপকাঠি দরকার, তা টোটোচালকদের ব্যাখ্যা করে জানানো হয়েছে। দেখা যাচ্ছে, অনেকেই যাত্রীদের নিয়ে বিপজ্জনকভাবে চলছে। দুর্ঘটনা ঘটছে। কিন্তু যাঁরা দুর্ঘটনার শিকার হচ্ছেন, তাঁরা কোনও ক্লেম পাচ্ছেন না। সেই কারণে আজ এই অভিযান চালানো হয়েছে। বেআইনি টোটো ও অটোকে আমরা যাত্রী নিরাপত্তার স্বার্থে চলতে দেব না।”

Next Article