কালনা: সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতালের ভিতরে ঘুরছে বিষধর সাপ। সম্প্রতি এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। গত কয়েক দিন ধরেই ওই হাসপাতালে সাপের উপদ্রব বেড়েছিল বলে জানা গিয়েছে। বুধবার দুপুরে নার্সদের ঘরে একটি বিষধর সাপ দেখা যায়। নার্সদের ঘরে কেউটে সাপ দেখা যেতেই ব্যাপক আতঙ্ক ছড়ায় হাসপাতালে। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন কর্তব্যরত নার্সরা। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের পরিজনরাও শঙ্কিত হয়ে পড়েন। এর পর হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেন বন দফতরে। যদিও স্থানীয় এক ব্যক্তিকে সাপটিকে ধরেন। এবং বন দফতরের লোকেরা এলে তাঁদের হাতে বিষধর সাপটিকে তুলে দেওয়া হয়।
কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে বিষধর সাপের উপদ্রবে ছড়াল আতঙ্ক। বুধবার নার্সদের ঘরে কেউটে সাপ দেখা যায়। এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন কালনা হাসপাতালের নার্সিং স্টাফেরা। অভিযোগ, প্রায়ই হাসপাতালের বিভিন্ন জায়গায় সাপ দেখা যায়। বুধবার সাপ দেখা গেলে এলাকার এক ব্যক্তিকে ডাকা হয়। তিনি সাপটিকে ধরেন। পরে বন দফতরের হাতে তা তুলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে কালনা হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি বলেছেন, “হাসপাতাল চত্বরের বন জঙ্গল সম্প্রতি পরিষ্কার করা হয়েছে। সে জন্যই সাপেরা এসে হাসপাতালে আশ্রয় নিচ্ছে। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সাপের উপদ্রব কমে যাবে।” এ নিয়ে শিবেন সরকার নামের এক এলাকাবাসী বলেছেন, “হাসপাতালে নার্সিং হস্টেলের রান্নাঘরে এই সাপ পেয়েছি। আমি ধরেছি সাপটিকে। বন দফতরের হাতে তুলে দেওয়া হবে।”