WB Panchayat Election 2023: সবার হাতে পতাকা সাঁটা লাঠি, বড়শুলে খণ্ডযুদ্ধ বাধল সিপিএম-তৃণমূলের

Manatosh Podder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 12, 2023 | 1:48 PM

WB Panchayat Election 2023: আজ সকালবেলা বর্ধমান বড়শুলের দু'নম্বর ব্লকে সিপিএম কর্মীরা মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বিডিও অফিসে। অভিযোগ, ঠিক সেই সময় বড়শুল মোড়ে তাদের দু'টি ম্যাটাডোর আটকায় শাসকদলের কর্মীরা। এরপরই দু'পক্ষের মধ্যে বচসা বাধে। সেই বচসা গড়ায় মারধরে।

WB Panchayat Election 2023: সবার হাতে পতাকা সাঁটা লাঠি, বড়শুলে খণ্ডযুদ্ধ বাধল সিপিএম-তৃণমূলের
অশান্ত গ্রাম-বাংলা

Follow Us

বর্ধমান: মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে খণ্ডযুদ্ধ বাধল পূর্ব বর্ধমানের বড়শুলে। সিপিএম কর্মীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রথমে বচসা দিয়ে শুরু হলেও পরে ইটবৃষ্টি শুরু হয়। একে অপরের বিরুদ্ধে লাঠি নিয়ে হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শক্তিগড় থানার পুলিশ। আহত হয়েছেন একাধিক। বাদ পড়েননি পুলিশকর্মীও।

জানা যায়, আজ সকালবেলা বর্ধমান বড়শুলের দু’নম্বর ব্লকে সিপিএম কর্মীরা মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বিডিও অফিসে। অভিযোগ, ঠিক সেই সময় বড়শুল মোড়ে তাদের দু’টি ম্যাটাডোর আটকায় শাসকদলের কর্মীরা। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা বাধে। পরে রণক্ষেত্রের চেহারা নেয় বড়শুল। অভিযোগ ওঠে, তৃণমূল কর্মীরা ইট-লাঠি নিয়ে মারধর করেন সিপিএম কর্মীদের। পাল্টা সিপিএম কর্মী-সমর্থকরাও তেড়ে যান। দু’পক্ষই পতাকা লাঠি হাতে একে অপরকে আক্রমণ করে। বিপুল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

উল্লেখ্য, এ ঘটনা ইটের ঘায়ে আহত হয়েছেন একজন পুলিশ কর্মী। জখম বেশ কয়েকজন সিপিএম কর্মীও। পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।

Next Article