বর্ধমান: জেলাগুলি থেকেই আগেই উঠে এসেছিল দলবদলের খবর। এবার ভোটের মুখে পূর্ব বর্ধমানে ভাঙন তৃণমূলে। এক রাশ ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন সম্পাদক অভিজিৎ সোম সহ বেশ কয়েকজন তৃণমূল সমর্থক। মঙ্গলবার বিকেলে অভিজিৎবাবু সাংবাদিক বৈঠক করেন। সেখান থেকেই দলছাড়ার কথা ঘোষণা করেন। একই সঙ্গে ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
এ দিন, সাংবাদিক বৈঠক করে বলেন, “ব্লক সভাপতি আমাদের সঙ্গে কোনও আলোচনা করেননি। কীভাবে দেওয়াল লিখন হবে বা ভোটপ্রচার হবে। সব ব্যাপারেই আমরা অন্ধকারে আছি।” তিনি আরও বলেন যে, ব্লক নেতৃত্বের পক্ষ থেকে পার্টির কর্মসূচি সম্বন্ধে তাঁদের কিছুই জানানো হচ্ছে না। ক্ষোভ উগরে বলেন,”যে বাড়িতে আমরা দলীয় কার্যালয় খুলেছি সেই বাড়ির মালিককে দলের অঞ্চল সভাপতি সহ বেশ কয়েকজন হুমকি দিচ্ছে বলে বাড়ির মালিক জানিয়েছে। বাড়ির মালিককে পার্টি অফিস করার জন্য ঘর দিতে নিষেধ করা হয়েছে। সেসব কারণেই আমরা দলের পদ থেকে অব্যাহতি নিলাম।”
এ দিন দলীয় কার্যালয়ে থাকা বিভিন্ন আসবাবপত্র সহ যা কিছু ছিল সবই এলাকার বিভিন্ন সংস্থাকে দান করে দেওয়া হয়। এখন থেকে তারা শুধু নিছকই সাধারণ ভোটার হিসাবেই থাকবেন বলে জানিয়েছেন সদ্য দলত্যাগীরা।
এ বিষয়ে ব্লক সভাপতি কাকলি তা এর পাল্টা দাবি, অঞ্চল সভাপতির সঙ্গে অভিজিৎ সোম কোনও রকম যোগাযোগ রাখতেন না। আলাপ আলোচনা করতেন না। উনি শহর কেন্দ্রীক দল করেন। তাই উনি থাকলেন কি না থাকলেন তাতে দল পরিচালনার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। ওনাকে দল আগেও সম্মান দিয়েছিল এখনো দেয়।”
একই সঙ্গে দলে কোনও বিভাজন বা গোষ্ঠীকোন্দল নেই বলে তিনি সাফ জানান।