বর্ধমান: বিজেপির (Bengal BJP) নির্বাচনী মিছিলে (West Bengal Assembly Election 2021) হামলা। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূল (TMC) কংগ্রেসের বিরুদ্ধে। উত্তেজনা পূর্ব বর্ধমানের (Purbo Bardhaman) আউশগ্রামে।
আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝি কর্মী-সমর্থকদের নিয়ে পিচকুড়ি গ্রামে মিছিল বের করেন। পুলিশের অনুমতি নিয়েই হচ্ছিল মিছিল। অভিযোগ, মিছিল চলাকালীন তৃণমূল কর্মীরা লাঠি, বাঁশ, রড নিয়ে বিজেপি কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।ঘটনায় তিনজন বিজেপি কর্মী আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সিরিয়াল নং ৪! আবারও একই কায়দায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মাথার পিছনে একাধিক আঘাত
বিজেপির অভিযোগ, বিনা প্ররোচনায় তৃণমূল কর্মী সমর্থকরা এই আক্রমণ চালিয়েছে। অন্যদিকে ১ নম্বর আউসগ্রাম তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সালেক রহমান জানান রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে বিজেপি প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন। তৃণমূলের তরফে কোন হামলা বা আক্রমণ হয়নি। অন্যদিকে বিজেপির অভিযোগ মিছিলে পুলিশের উপস্থিতিতেই এই হামলা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে আউসগ্রাম থানার পুলিশ।