‘রবীন্দ্রনাথ তোলাবাজ, স্মাগলারদের বাপ,’ বিজেপি নেতার বিরুদ্ধে কমিশনে নালিশ

সৈকত দাস |

Apr 06, 2021 | 9:49 PM

প্রতি মাসে ৫ লক্ষ টাকা দিয়ে গুন্ডা পোষেন কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (Rabindranath Chattopadhyay)। তাদের মদে মাসিক খরচ হয় ২ লক্ষ টাকা। খাস জমি বিক্রি করে সেই টাকার জোগান দেওয়া হয়। প্রকাশ্য জনসভা থেকে একুশের ভোটে কাটোয়ার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এমনই সব বিস্ফোরক অভিযোগ করেছেন বর্ধমান পূর্বের সাংসদ।

রবীন্দ্রনাথ তোলাবাজ, স্মাগলারদের বাপ, বিজেপি নেতার বিরুদ্ধে কমিশনে নালিশ
ফাইল চিত্র

Follow Us

কাটোয়া: প্রতি মাসে ৫ লক্ষ টাকা দিয়ে গুন্ডা পোষেন কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাদের মদে মাসিক খরচ হয় ২ লক্ষ টাকা। খাস জমি বিক্রি করে সেই টাকার জোগান দেওয়া হয়। প্রকাশ্য জনসভা থেকে একুশের ভোটে কাটোয়ার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এমনই সব বিস্ফোরক অভিযোগ করেছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল (Sunil Mandal)। যার প্রেক্ষিতে নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ জানালেন তৃণমূল প্রার্থী (TMC Candidate) রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (Rabindranath Chattopadhyay)। পাশাপাশি সাংসদের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করছেন বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে তৃণমূলত্যাগী তথা অধুনা বিজেপি নেতা সুনীল মণ্ডলের বিরুদ্ধে ই-মেইল মারফত কমিশনে অভিযোগ দায়ের করেছেন কাটোয়ার বিদায়ী বিধায়ক। এদিকে সুনীল মণ্ডল সংবাদ মাধ্যমের সামনে প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে বলেন, “হ্যাঁ আমি বলেছি। রবি চ্যাটার্জিরা কাটোয়ায় সন্ত্রাস চালায়। কেউ মুখ খুলতে পারে না।” তাংর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে শুনে আরও ক্ষোভের সঙ্গে সুনীল ফের বলেন, ‘ও তো গুন্ডা পোষে। পাঁচ লক্ষ টাকা কেন কুড়ি লক্ষ টাকা তোলা তোলে। খাস জমি বিক্রি করে। কমিশনে আমি জবাবদিহি করব। মানহানি মামলা করুক যা পারে করুক।” পাশাপাশি বিধানসভা ভোটকে সামনে রেখে তাঁর কটাক্ষ, ‘আর তো বারোদিন তারপর কোথায় যাবে!’

প্রসঙ্গত, সোমবার কাটোয়া ২ ব্লকের নন্দীগ্রামের তেঁতুলতলায় কাটোয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামা মজুমদারের হয়ে নির্বাচনী প্রচার করতে গিয়ে বর্ধমান পূর্বের সাংসদ বেনজরির আক্রমণ করেন বিদায়ী বিধায়ককে। তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ‘তোলাবাজ, স্মাগলারদের বাপ’ বলে সম্বোধন করে বলেন, ‘ওর গুন্ডা পুষতে পাঁচ লক্ষ টাকা লাগে। দু লক্ষ টাকা লাগে নেশা করার জন্য।’ তিনি যোগ করেন, শহরে সন্ত্রাস চালিয়ে তোলাবাজি করেন তৃণমূল প্রার্থী।

আরও পড়ুন: বিজেপি কথা রাখেনি, চার বছর পরও ত্রিপুরায় সপ্তম পে কমিশন চালু হয়নি: মানিক সরকার

এই প্রেক্ষিতে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সুনীলের বিরুদ্ধে প্রচুর কুৎসা এবং ভিত্তিহীন কথা বলার অভিযোগে মামলা দায়েরের হুঁশিয়ারি দেন। তাঁর দাবি, সুনীল মণ্ডল যে কথা বলেছেন সেগুলি ফৌজদারি আওতায় পড়ে। নির্বাচনী আচরণ বিধিরও পরিপন্থী। তাই ভিডিয়ো ক্লিপিংস সহ সাংসদের বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেন তিনি। এছাড়াও সুনীলের বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি দেন তিনি।

Next Article