AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Panchayat Elections 2023: টাকার বিনিময়ে টিকিট বিকিয়েছেন বিধায়ক, ভোটের ঠিক আগের মুহূর্তেই বিস্ফোরক তৃণমূল নেতা

West Bengal Panchayat Elections 2023: অরূপের দাবি, বিধায়ক তাঁর ওপর অদ্ভুত চাপ তৈরি করছিলেন। বিধায়ক ঘনিষ্ঠ এক মহিলাকে নতুন একটি গাড়ি কিনে দেওয়ার জন্য়ও চাপ দিতে থাকেন বলে অভিযোগ।

West Bengal Panchayat Elections 2023: টাকার বিনিময়ে টিকিট বিকিয়েছেন বিধায়ক, ভোটের ঠিক আগের মুহূর্তেই বিস্ফোরক তৃণমূল নেতা
পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 07, 2023 | 6:26 PM
Share

বর্ধমান: রাত পোহালেই ভোট। আর ঠিক আগের দিনই দলের বিধায়কের বিরুদ্ধে সরব দলের নেতা। বিধায়ক টাকার বিনিময়ে দলীয় টিকিট দিয়েছেন। তৃণমূল নেতার অভিযোগ ঘিরে তোলপাড় পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর ব্লকে। তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ মিদ্দার অভিযোগ, বিধায়ক অভেদানন্দ থান্ডার টাকার বিনিময়ে দলের টিকিট দিয়েছেন। তাঁর কথায়, “বিধায়ক নাকি পঞ্চায়েতের প্রার্থী পিছু টাকা চেয়েছিলেন। আমি বলেছিলাম নবজোয়ার কর্মসূচি থেকেই প্রার্থী ঠিক হচ্ছে। তখন বিধায়ক জানান, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ২ লক্ষ, পঞ্চায়েত সমিতির আসনে ৩ লক্ষ এবং কেউ প্রধান হলে ১০ লক্ষ টাকা দিতে পারলেই তিনি প্রার্থী হবেন।”

অরূপ মিদ্যার আরও অভিযোগ, তিনি বিধায়কের বিরুদ্ধে সরব হতেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদিও সেই মামলায় জামিন পেয়েছেন তিনি।

অরূপের দাবি, বিধায়ক তাঁর ওপর অদ্ভুত চাপ তৈরি করছিলেন। বিধায়ক ঘনিষ্ঠ এক মহিলাকে নতুন একটি গাড়ি কিনে দেওয়ার জন্য়ও চাপ দিতে থাকেন বলে অভিযোগ। আপাতত বিধায়কের বিরুদ্ধে তিনি একটি মামলা দায়ের করেছেন।

গোটা বিষয়টি নিয়ে তিনি উচ্চ নেতৃত্বকেও জানাবেন বলে জানান তিনি। যদিও এবিষয়ে আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার জানান, অরূপ মিদ্যার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মানুষের ভোটাভুটির মাধ্যমে ওপর থেকে প্রার্থী ঠিক করা হয়েছে। এতে তাঁর কোনও হাত নেই।

পাল্টা তিনি অরূপ মিদ্দার বিরুদ্ধেই অভিযোগ করেন, যে তিনি তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগের দিনই দলের বিধায়কের বিরুদ্ধে নেতার এহেন অভিযোগ তোলপাড় এলাকায়। বিষয়টি নিয়ে ইস্যু করেছে বিজেপিও। বিরোধী নেতৃত্বের অভিযোগ, গোটা দলটাই এরকম। এখন নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব হয়েছে। তাই ভোটের আগের দিন এসব বলছে।