Road Accident: পাশাপাশি পড়ে আছে দু’টি দেহ, আরও একজনের কাটা পড়েছে পা; জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

Manatosh Podder | Edited By: সায়নী জোয়ারদার

Apr 08, 2023 | 11:43 AM

Purba Burdwan: পুলিশ আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। তাঁদের বক্তব্য, এতবার যোগাযোগ করা হলেও, পুলিশ নিজের দায়িত্বে গাফিলতি দেখিয়েছে।

Road Accident: পাশাপাশি পড়ে আছে দুটি দেহ, আরও একজনের কাটা পড়েছে পা; জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা
পথদুর্ঘটনায় নিহত ২।

Follow Us

পূর্ব বর্ধমান: তখনও দিনের আলো ভালভাবে ফোটেনি। জাতীয় সড়কে একের পর এক লরি ছুটে চলেছে। মাঝেমধ্যে মোটর ভ্যান, রাস্তার ধার ঘেঁষে চলেছে টোটো। এরকমই একটি মোটর ভ্যানে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি লরি। অভিযোগ, লরির ধাক্কায় (Road Accident) ওই মোটর ভ্যানে থাকা চারজন ছিটকে পড়েন রাস্তায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দু’জন ঘটনাস্থলেই মারা যান। বাকি দু’জনেরও আঘাত গুরুতর। শনিবার ভোরে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের মিরছোবার কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার লোকজন। তাঁদের দাবি, দুর্ঘটনা ঘটার দীর্ঘ সময় পর পুলিশ আসে। এমনকী ঘটনাস্থলে যে সিভিক ভলান্টিয়াররা ছিল, তাঁরাও দুর্ঘটনার পর সেখান থেকে সরে পড়েন বলে অভিযোগ। পরে বর্ধমান থানার পুলিশ এসে মৃতদেহ দু’টি উদ্ধার করে নিয়ে যায়। এই দুর্ঘটনায় এখনও পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী সৌরভ চট্টোপাধ্য়ায় বলেন, “আজ ভোরে আমি টোটো নিয়ে আসছিলাম। সে সময় ওই মোটর ভ্যান উল্লাস থেকে রথতলার দিকে যাচ্ছিল, গলসি রোডের দিকে। পিছন থেকে একটা লরি এসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়ি উল্টে যায়। দেখলাম দু’জন ঘটনাস্থলেই মারা গিয়েছে। একজনের পা বাদ গিয়েছে। আরেজনের মাথা ফেটে যায়। তবে তখনও তাঁদের শ্বাস চলছিল। প্রায় সাড়ে ৩টে নাগাদ এই ঘটনা ঘটে। অথচ পুলিশ এর অনেক পরে আসে। কিছু সিভিক ছিল, ঘটনার পর তাঁরাও পালিয়ে যায়।”

এদিকে পুলিশ আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। তাঁদের বক্তব্য, এতবার যোগাযোগ করা হলেও, পুলিশ নিজের দায়িত্বে গাফিলতি দেখিয়েছে। যে ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে, তার সামনের অংশটা একেবারে খুলে আলগা হয়ে যায়। রাস্তা তখন ভাসছে রক্তে। একজন উপুড় হয়ে পড়ে আছেন রাস্তার উপর, আরেকজন পাশ ফিরে। দিনের আলো যত পরিষ্কার হয়, ততই মানুষের ভিড় বাড়তে শুরু করে। ঘটনাস্থলে ঘিরে দেয় পুলিশ। এলাকার লোকজনের কথায়, রাস্তায় পড়ে আহত দু’জন ছটফট করছিলেন। তবে সাহস করে কেউ তুলে নিয়ে যেতে পারেননি। কারণ, এই ধরনের ঘটনায় পরবর্তীকালে উদ্ধারকারীদের যথেষ্ট ঝামেলার মুখে পড়তে হয়।

Next Article