SBSTC Bus: যাত্রীবোঝাই SBSTC বাস হঠাৎই ভরে গেল ধোঁয়ায়, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

Purba Burdwan: এসবিএসটিসির একটি টাউন সার্ভিস বাসে হঠাৎই ধোঁয়া বের হতে শুরু করে। তাতেই ভয় পেয়ে যান বাসে থাকা যাত্রীরা।

SBSTC Bus: যাত্রীবোঝাই SBSTC বাস হঠাৎই ভরে গেল ধোঁয়ায়, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2022 | 8:32 PM

পূর্ব বর্ধমান: চলন্ত এসবিএসটিসি (SBSTC) বাসে হঠাৎই ধোঁয়া। আগুন আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের। আগুন লেগেছে ভেবে ভয়ে, আতঙ্কে তড়িঘড়ি বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। রবিবার বর্ধমান শহরে ঘোড়দৌড় চটি এলাকায় এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায়। যদিও গাড়ির চালক বলেন, গাড়ির টার্বো সংক্রান্ত সমস্যার কারণে ধোঁয়া বেরোতে থাকে বাস থেকে। আচমকাই ‘ব্রেক ডাউন’। তাতেই ভয় পেয়ে যান যাত্রীরা। সোমবার বিকালে বর্ধমানের নবাবহাট থেকে গাংপুর হাটতলা যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

এসবিএসটিসির একটি টাউন সার্ভিস বাসে হঠাৎই ধোঁয়া বের হতে শুরু করে। তাতেই ভয় পেয়ে যান বাসে থাকা যাত্রীরা। চালক তড়িঘড়ি বাসটিকে রাস্তার একপাশে দাঁড় করিয়ে দেন। চালক ইয়াদ আলি জানান, গাড়িটি হঠাৎ ব্রেকডাউন হয়। গাড়িতে থাকা টার্বো মেশিন খারাপ হওয়ার ফলে গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছিল বলে জানান চালক।

ইয়াদ আলি বলেন, “মাঝ রাস্তায় হঠাৎই আমার গাড়িটা খারাপ হয়ে যায়। পুরো গাড়িটা ব্রেক ডাউন। টার্বো ফেল হয়ে যাওয়ায় ধোঁয়া বেরোতে শুরু করে। তাতেই যাত্রীরা খুব ভয় পেয়ে যান। আমরা বোঝাই তেমন কিছু হয়নি। তারপর মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ব্যবস্থা করা হয়। গাড়িটা এখন ডিপোয় নিয়ে গিয়ে কাজ করাতে হবে। যাত্রীরা ভয় পেয়ে নেমে যান। তড়িঘড়ি নামতে শুরু করেন। আমি নামিনি। এসবিএসটি বাস। সাতবার যাই সাতবার আসি। কী সমস্যা হয়েছে তা দেখে কাজ করানো হবে। গাড়ি ব্রেক ডাউন তো বলে হবে না। হঠাৎ করে হবে। পুলিশ এসেছিল, দেখে গেছেন।”