পূর্ব বর্ধমান: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসংযোগ যাত্রায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস (RSS) সদস্য? রবিবার রায়নায় অভিষেকের জনসংযোগ কর্মসূচি ছিল। সেখানেই যাওয়ার পথে এক যুবক তাঁর গাড়ির পাশে এসে দাঁড়ান। মাথায় টুপি, সাদা শার্ট, প্যান্ট। ওই যুবক অভিযোগ জানান, তাঁদের এলাকার পথআলো জ্বলে না। বিডিও অফিসে জানিয়ে কাজ হয়নি। বিজেপি নেতারাও বলেছেন, তারপরও সমাধান হয়নি সমস্যার। এ সমস্যা ৫-৬ বছর ধরে চলে আসছে বলে জানান তিনি। একইসঙ্গে ওই যুবক বলেন, তাঁর স্কুলের কাছে কোনও ল্যাম্পপোস্ট নেই। সেই অভিযোগ মন দিয়ে শোনেন অভিষেক। সমস্যা সমাধানের আশ্বাসও দেন। এরপর সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির এক কার্যকর্তা আমাকে আলোর কথা বলেছেন। তিনি কোনও বিজেপি নেতাকে না বলে আমাকে বলছেন। কারণ তিনি জানেন, তৃণমূলই পারে সমস্যার সমাধান করতে।”
Today, during #JonoSanjogYatra in Raina, a RSS worker reached out to Shri @abhishekaitc and raised his concern about the need of lampposts in that area.
Our leader assured him of immediate resolution!
We will continue serving people, regardless of their political affiliation. pic.twitter.com/bHYImYL3Sz
— All India Trinamool Congress (@AITCofficial) May 14, 2023
পরে ওই যুবকের প্রসঙ্গ তুলে ধরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ভেরিফায়েড টুইটার পেজে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে লেখা হয়, ‘এক আরএসএস সদস্য তাঁর এলাকার কথা বলতে এগিয়ে আসেন। যে দলেরই সমর্থক হোক না কেন সমস্যার নিশ্চিত সমাধান হবেই। নিশ্চয়তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।’
অভিষেক রায়নার জনসভায় ওই যুবকের প্রসঙ্গ তুলে বলেন, “এক যুবক আরএসএস করে। বলল আমাদের এখানে একটা ল্যাম্পপোস্ট আছে, সেখানে লাইটের খুব প্রয়োজন। আপনি একটু করে দেবেন? আমি বললাম ভাই তুমি আবেদনপত্রটা জমা দাও। আমার সীমাবদ্ধ এক্তিয়ারে যতটা আছে, নিশ্চয়ই করব।”
এরপরই অভিষেক বলেন, বিজেপির একজন কার্যকর্তা, অথচ তিনি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে কিছু দিচ্ছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবেদন পত্র দিচ্ছেন। কারণ, তিনি মনে করেন মানুষের সমস্যা মেটাতে পারে একমাত্র তৃণমূল। এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে, বলেন অভিষেক। বলেন, “রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। এরকম ছেলেদের স্যালুট করি। রাজনীতির ঊর্ধ্বে উঠে তুমি মানুষের দাবিদাওয়ার কথা নিয়ে সরব হয়েছ। আমাদের গর্ব এটা। একজন বিজেপির কার্যকর্তা, আরএসএস-এর পোশাকে রয়েছেন, তিনি বলছেন দাদা লাইটটা করে দিলে উপকার হবে।”