‘বাড়ি দোকান থেকে ট্যাক্স নেওয়ার পরেও জঞ্জাল কর কেন নেওয়া হবে? ‘

Kousik Dutta | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 20, 2024 | 10:00 PM

Kalna Municipality: এই বিষয়ে কাটোয়ার পুর প্রধান সমীর সাহা বলেন,"নাগরিকদের থেকে জঞ্জাল কর নেওয়া হোক আমরা চাই না। কিন্তু গ্রিন ট্রাইব্যুনাল নিদেশ অনুযায়ী কর না নেওয়া হলে পুরসভাকে জরিমানার মুখে পড়তে হবে। তখন সেই টাকা মানুষের কাছ থেকে আমদের আদায় করতে হবে।"

বাড়ি দোকান থেকে ট্যাক্স নেওয়ার পরেও জঞ্জাল কর কেন নেওয়া হবে?
কালনা পৌরসভা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কাটোয়া: পুরসভা অভিযানে বামেরা। আট দফা দাবি নিয়ে পুরসভা অভিযানে এবার সিপিএম। তাদের প্রশ্ন বাড়ি ও দোকান থেকে যখন কর নেওয়া হয় তাহলে পুরসভা আবার জঞ্জাল কর কেন নেবে?

বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমানের কাটোয়া পুরসভা অভিযান করে সিপিএম। কাটোয়া স্টেশন বাজার থেকে মিছিল করে কাটোয়া পুরসভা গেটের কাছে বাম কর্মীরা জমায়েত হয়ে জঞ্জাল করের বিরুদ্ধে স্লোগান দেয়। অভিযান চালকালীন ছিল মিছিলে ছিল বিশাল পুলিশবাহিনী। সিপিএম কাটোয়া এরিয়া কমিটির নেতা পরীক্ষিত রায় বলেন, “আমরা আট দফা দাবি নিয়ে কাটোয়া পুরসভায় এসেছিলাম। আমরা তো ট্যাক্স দিই। তাহলে আবার জঞ্জাল কর নতুন করে দেব কেন?”

সিপিএম দলের চার প্রতিনিধি পুর প্রধানের কাছে জঞ্জাল কর প্রত্যাহার ও আরো ৮ দফা দাবী জানিয়ে স্মারকলিপি জমা দেয়। এই বিষয়ে কাটোয়ার পুর প্রধান সমীর সাহা বলেন,”নাগরিকদের থেকে জঞ্জাল কর নেওয়া হোক আমরা চাই না। কিন্তু গ্রিন ট্রাইব্যুনাল নিদেশ অনুযায়ী কর না নেওয়া হলে পুরসভাকে জরিমানার মুখে পড়তে হবে। তখন সেই টাকা মানুষের কাছ থেকে আমদের আদায় করতে হবে।”

 

Next Article