Young Boy Murder: নিখোঁজ থাকার ২দিন পর উদ্ধার যুবকের দেহ! প্রেমিকা ও তার বাবা খুন করেছে দাবি পরিবারের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 25, 2021 | 6:57 PM

Purba Bardhaman: গতকাল ফোন করে প্রেমিকের খোঁজ নেয় প্রেমিকা।

Young Boy Murder: নিখোঁজ থাকার ২দিন পর উদ্ধার যুবকের দেহ! প্রেমিকা ও তার বাবা খুন করেছে দাবি পরিবারের
যুবকের দেহ উদ্ধার (নিজস্ব ছবি)

Follow Us

বর্ধমান: দু’দিন হয়ে গেল অথচ বাড়ির ছেলে বাড়ি ফিরছে না। খোঁজ শুরু হল। পরে যখন খুঁজে পাওয়া গেল তখন শেষ হয়ে গিয়েছে সব কিছু। শরীরে নেই প্রাণ। এদিকে, পরিবারের অভিযোগ প্রেমিকা আর তার বাবা মিলেই খুন করেছে তাঁদের ছেলেকে।

শক্তিগড় থানার সন্তোষপুরের বাসিন্দা শেখ রফিক(১৭)। বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ ছিল সে। পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাদের বহু খোঁজাখুঁজির পরও হদিস মেলেনি শেখ রফিকের।

পরিবারের অভিযোগ, গতকাল সন্ধেয় প্রেমিকা নিজেই প্রমিকের বাড়িতে ফোন করে প্রেমিকের খবর নেয়। ঠিক তার কিছুক্ষণ পরেই জিআরপি থেকে এলাকায় খবর দেওয়া হয় রফিকের মৃতদেহ শক্তিগড় স্টেশন সংলগ্ন ১ নম্বর কেবিনের পাশে পড়ে আছে।

শেখ রফিকের মায়ের আরও অভিযোগ, এর আগেও বেশ কয়েকবার প্রেমিকার বাবা পাশের গ্রামের বাসিন্দা শেখ আমির তার ছেলেকে খুনের হুমকি দিয়েছিল। তাই তারা নিশ্চিত ছেলের প্রেমিকা ও তার বাবা খুন করেছে। পরিবারের অভিযোগ, প্রথমে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। এমনকি মেয়ের বাড়ির চারিদিকে পুলিশ ব্যারিকেড করে ঘিরে রাখা থাকে। এলাকাবাসীদের অভিযোগ, প্রেমিকার বাবা বালি ব্যবসার সঙ্গে যুক্ত। পুলিশের সঙ্গে সখ্যতা থাকার জন্যই পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেছে।

এক এলাকাবাসী বলেন, “ছেলেটি গত পরশু থেকে নিখোঁজ। গতকাল জানতে পারি যে ওর দেহ উদ্ধার হয়েছে। ওকে কুন করে মেরে ফেলেছে পাশের গ্রামের এক বালি মাফিয়া আর তার মেয়ে। আমরা যখন পুলিশকে গোটা ঘটনার বিষয়ে জানাই। পুলিশ প্রথমে আমাদের অভিযোগ নিতেই চায়নি। উল্টে ওই মাফিয়ার বাড়ি পুলিশ পাহাড়া দিয়ে ঘিরে রাখা হয়। থানার বড়বাবু এই কাজ করছে।”

এদিকে, শেখ রফিকের খুনের অভিযোগ নিতে হবে এই দাবি নিয়ে রাস্তা অবরোধে সামিল হয় এলাকার মানুষজন। থানা ঘেরাও করেও চলে বিক্ষোভ। এলাকায় মোতায়েন করা হয় র‍্যাফ সহ বিরাট পুলিশ বাহিনী। পরে গ্রামবাসীদের চাপে পরে অভিযোগ নেয় শক্তিগড় থানার পুলিশ। পরিবারের দাবি, সঠিক তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ডি এস পি হেড কোয়ার্টার অতনু ঘোষাল জানান, শেখ রফিকের মা সমীরা বিবির অভিযোগের ভিত্তিতে মোল্লা পাড়ার বাসিন্দা সেখ আমীরকে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন: Corona in India: একই কলেজে করোনা আক্রান্ত ৩০ পড়ুয়া, ছড়াল ওমিক্রন আতঙ্ক

আরও পড়ুন: Dilip Ghosh: হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক বিজেপি নেতাদের, দিলীপ বললেন, ‘বিজেপিই একমাত্র নতুনদের সুযোগ দেয়’

 

Next Article