পটাশপুর: তৃণমূলের পার্টি অফিস পোড়ানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হল পূর্ব মেদিনীপুরের পটাশপুরের আড়োয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের একটি পার্টি অফিসে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। আগুন ধরিয়ে দেওয়া হয় আসবাবপত্রে। এরপরই এলাকাজুড়ে ব্যাপক বোমাবাজি শুরু হয়। ঘটনাস্থলে পুলিস পৌঁছলে তাদের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, এই ঘটনায় ১৫ জন পুলিস কর্মী জখম হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তৃণমূলের পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় এক দল যুবক। টিভি, পাখা-সহ ক্লাবের বিভিন্ন আসবাবপত্র ভেঙে আগুন ধরিয়ে দেয় তারা। এ ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল। দুষ্কৃতীদের হাতে বিজেপি ও তৃণমূলের পতাকা ছিল বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিস পৌঁছলে তাদের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দাদারা।
পুলিস সূত্রে খবর, এ ঘটনায় সিআই অভিজিৎ হাইত-সহ কমপক্ষে ১৫ জন পুলিস কর্মী জখম হয়েছেন। তাঁদের পটাশপুর গ্রামীণ ও এগরা মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন জেলার অতিরিক্ত পুলিস সুপার। তৃণমূলের জেলা কমিটির সদস্য তরুণ জানা বলেন, “এটি বিজেপির সাজানো ষড়যন্ত্র। তারা তাদের দুষ্কৃতীদের হাতে বিজেপির পতাকা সহ তৃণমূলের পতাকা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এলাকায় উত্তেজনা তৈরি চেষ্টা করেছে। এই ব্যাপারে প্রশাসনকে বলেছি কড়া হাতে পদক্ষেপ করতে।”
আরও পড়ুন- ‘বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে ধর্ষণের হুমকি!’
টিভি৯ বাংলা ডিজিটালের তরফে যোগাযোগ করা হলে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, “আমাদের কেউ যুক্ত নয়, এলাকার সাধারণ মানুষ বলছে আর নয় অন্যায়”।