কাঁথি: কাঁথি উপসংশোধনাগার থেকে পালিয়ে গেল নাবালিকাকে ধর্ষণ করে খুনের মামলায় অভিযুক্ত এক যুবক। পটাশপুর থানায় এক খুনের অভিযোগে মামলা রয়েছে ওই বিচারাধীন বন্দির বিরুদ্ধে। সংশোধনাগার সূত্রে খবর, আজ সকালে জেলের পাঁচিল টপকে পালিয়েছে ওই যুবক। জানা যাচ্ছে, শনিবার দুপুরে যখন বন্দিদের কাউন্টিং শুরু হয়, তখন বিষয়টি নজরে আসে সংশোধনগার কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে সংশোধনাগারের সাইরেন বাজতে শুরু করে দেয়। খবর যায় থানাতেও। ইতিমধ্যেই পুলিশের তরফে ওই পলাতক বিচারাধীন বন্দির খোঁজ শুরু হয়েছে। কাঁথি থানার পুলিশ ও জেলা পুলিশের আধিকারিকরা কাঁথি শহরের বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করে দিয়েছেন অভিযুক্ত ওই বিচারাধীন বন্দির খোঁজে।
শনিবার যখন কাঁথি উপসংশোধনাগার কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসে, তখনই যোগাযোগ করা হয় কাঁথি থানায়। তড়িঘড়ি পদক্ষেপ করেন পুলিশকর্মীরাও। কাঁথি থানার ও জেলা পুলিশের বিশাল বাহিনী ছড়িয়ে যায় কাঁথি শহরের বিভিন্ন প্রান্তে। কাঁথির বিভিন্ন রাস্তার উপর শুরু হয় নাকা চেকিং। কাঁথি শহরে কে ঢুকছে, কে বেরোচ্ছে… সব নজরে রাখছে পুলিশ। গোটা এলাকাজুড়ে শুরু হয়েছে পলাতক বিচারাধীন বন্দির খোঁজ। তবে কীভাবে ওই অভিযুক্ত পালিয়ে গেল, তা নিয়ে সংশোধনাগার কর্তৃপক্ষের থেকে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে শনিবার সকালের এই ঘটনার কথা চাউর হতেই এলাকাবাসীদের মধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। খুনের মামলায় অভিযুক্ত যুবক কীভাবে জেল থেকে পালাল, সেই নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন অনেকে। কিছুটা আতঙ্কের মধ্য়েও রয়েছেন এলাকাবাসীরা। যদিও অভিযুক্তর খোঁজে জোরকদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ।