পূর্ব মেদিনীপুর: এক রাতের ব্যবধানে ফের ময়নাতে বোমা উদ্ধার। সাতটি ড্রামে আনুমানিক ৩০০ টি বোমা থাকতে পারে বলে মনে করছে পুলিশ। ঘটনাস্থলে যান মহকুমা পুলিশ আধিকারিক আবু বক্কর টিটি। নতুন করে ময়নায় বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের গোড়ামাহাল গ্রামে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি জঙ্গল থেকে ১০ টি প্লাস্টিক ড্রামের মধ্যে প্রচুর পরিমাণ তাজা বোমা উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় আগে থেকেই চাঞ্চল্য ছড়িয়েছিল। রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড, ময়না থানার বিশাল পুলিশবাহিনী এবং তমলুকের এসডিপিও আলি আবু বক্কর টিটি। এলাকা নিরাপত্তার ঘেরাটোপে রেখে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। পুলিশ আধিকারিকের বক্তব্য, আনুমানিক ৫০০ টি বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে। তারই মধ্যে আরও ৩০০ টি বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক নতুন করে দানা বেঁধেছে।
তবে এত বোমা কোথা থেকে এল, কেউ কি জেনে বুঝে সেখানে এত ড্রাম ভর্তি বোমা রেখে গিয়েছিল? নাকি বড় কোনও ষড়যন্ত্র ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।
ভোটের আগে ও পরে রীতিমত দফায়-দফায় উত্তপ্ত ছিল পূর্ব মেদিনীপুরে ময়না সহ বিস্তীর্ণ এলাকা। বোমা-গুলি সহ একাধিক অসামাজিক কাজের আঁতুড়ঘর হয়েছিল ময়না-বাকচা সহ বিস্তীর্ণ এলাকা। শনিবার সকালে ময়না বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল গ্রামের বিজেপি নেতা নাড়ু মণ্ডল ও সঞ্জয় তাঁতির বাড়ির সামনে হোগলা জঙ্গল থেকে ১২ ড্রাম ভর্তি তাজা বোমাবাজি আটক করে পুলিশ।
তমলুক সাংগঠনিক বিজেপির জেলার সহ সভাপতি আশিস মণ্ডল বলেন, ‘পুলিশ প্রশাসনকে একাধিকবার অনুরোধ করেছি। আজ সকালে এক হাজারের বোমা উদ্ধার হয়েছে বলে শুনেছি। সারা ময়নাতে তল্লাশি চালাতে ১০ লাখেরও বেশি তাজা বোমা উদ্ধার হবে। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় পুলিশ জেলে পুরে রেখেছে। যে কয়েকজন সুস্থ রয়েছে তারা বাইরে রয়েছেন। কয়েকজন কার্যকর্তা এলাকায় রয়েছেন। তাহলে এত বোমা এল কোথা থেকে ? তৃণমূলের হার্মাদরা বোমা-গুলি মজুত করে রেখেছিল।”