TMC: মিছিল চলাকালীন বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 16, 2022 | 9:48 AM

purba Medinipur:ফের উত্তপ্ত ও আক্রান্ত পূর্ব মেদিনীপুরে একাধিক বিজেপি কর্মীরা। রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে এক বিজেপি কর্মী বলেও জানা যাচ্ছে।

TMC: মিছিল চলাকালীন বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
ফাইল ছবি

Follow Us

ভূপতিনগর: সামনে পঞ্চায়েত ভোট। তার আগে জমি শক্ত করতে মরিয়া শাসক থেকে বিরোধী প্রতিটি দল। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে একাধিক বিজেপি কর্মী। অভিযোগের তির তৃণমূলের দিকে।

ফের উত্তপ্ত ও আক্রান্ত পূর্ব মেদিনীপুরে একাধিক বিজেপি কর্মীরা। রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে এক বিজেপি কর্মী বলেও জানা যাচ্ছে। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার মুগবেড়িয়ার মাধাখালি বাজারের ঘটনা। পুলিশের সামনেই বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ৩ জন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। নিখোঁজ রয়েছেন এক বিজেপি কর্মী। এমনটাই বিজেপির নেতার অভিযোগ। আহত বিজেপি কর্মীদের স্থানীয় মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার খবর পেয়ে এলাকায় আসে ভূপতিনগর থানার পুলিশ। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিজেপি মুগবেড়িয়া বাজারে একটি পথসভা আয়োজন করে। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। সভা শেষ করে বাড়ি ফেরার সময় বিজেপি কর্মী সমর্থকদের উপর পুলিশের সামনে হামলা চালানোর অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রক্তাক্ত জখম অবস্থায় ওই বিজেপি কর্মীদের উদ্ধার করে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়। এক বিজেপি কর্মী নিখোঁজ রয়েছে।

এলাকার স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, “পথসভায় চলাকালীন তৃণমূলের হার্মাদরা বিজেপি কর্মী সমর্থকদের হামলা চালিয়েছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। আহত বিজেপি কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।” এলাকার স্থানীয় তৃণমূল নেতা মানব পড়ুয়া বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই যুক্ত নয়। বিজেপি গোষ্ঠী কোন্দলের কারণে এমন ঘটনা। পুলিশ তদন্ত করলেই প্রকৃত সত্য প্রকাশ পাবে।”

Next Article