পূর্ব মেদিনীপুর: বেলাগাম করোনা (COVID-19) পরিস্থিতি সর্বত্র। খুব একটা ভাল অবস্থায় নেই পূর্ব মেদিনীপুরও। দ্বিতীয় ঢেউয়ে বেসামাল এ জেলাও। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে এ জেলায় একদিনের সংক্রমণ ৩৪৬। মৃত ২। মোট সংক্রমিত ২৪ হাজার পার করে গিয়েছে উপকূলের এই জেলায়।
এদিকে নতুন কোভিড হাসপাতালের পরিকাঠামো তৈরিতেও এই মুহূর্তে বিশেষ আশার আলো দেখা যাচ্ছে না। যে সমস্ত হাসপাতাল আছে, সেখানে কোনওক্রমে বেড মিললেও চিকিৎসক-নার্স দুষ্কর বলছেন জেলার মানুষই। গোদের উপর বিষ ফোঁড়ার মত অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি। কোভিড রোগীদের অবস্থা শোচনীয়। একইসঙ্গে কোভিড রোগীর পরিষেবা দিতে গিয়ে সাধারণ রোগীদেরও ভোগান্তির অন্ত নেই।
এদিকে ডাক্তারদের প্রাইভেট চেম্বারগুলিও প্রায় বন্ধ হতে বসেছে। সাধারণ রোগীদের ভরসা বলতে ব্লক ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। গ্রামে গ্রামে গর্ভবতী মহিলা ও সাধারণ রোগীরা ছুটছেন উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে। প্রয়োজনীয় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর অভাবে গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা রীতিমত ধুঁকছে।
পূর্ব মেদিনীপুর জেলায় উপস্বাস্থ্যকেন্দ্র বা সাব সেন্টারের সংখ্যা ৪৩২টি। তার মধ্যে ৫৩টির নিজস্ব ভবন নেই। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের উদ্যোগে জেলার ৪৩২টি উপস্বাস্থ্যকেন্দ্রকে সুস্বাস্থ্যকেন্দ্র হিসাবে গড়ে তোলার পরিকল্পনা অনুমোদিত হয়। তবে পূর্ব মেদিনীপুর জেলায় মাত্র ১২৪টি উপস্বাস্থ্যকেন্দ্রকে সুস্বাস্থ্যকেন্দ্র হিসাবে উন্নীত করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: ইভিএম নিতে এসে হঠাৎই শরীর অস্থির করতে থাকে, গাড়ি অবধি তোলার আগেই সব শেষ!
নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় মাত্র ১৩টি সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে। জেলার বাকি অংশে সুস্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা অবশিষ্ট ১১১টি। তৃণমূল নেতা তথা জেলা পরিষদের প্রাক্তন সহসভাধিপতি মামুদ হোসেন কার্যত উষ্মা প্রকাশ করেছেন জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। তাঁর দাবি, সাবসেন্টারগুলিকে সুস্বাস্থ্যকেন্দ্র হিসাবে তৈরি করতে জেলা প্রশাসনের কোনও ইচ্ছা আছে বলে মনে হয় না। জনগণের প্রতি দায়বদ্ধতার অভাব থেকেই স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে জেলার স্বাস্থ্য প্রশাসন এতটা উদাসীন বলে জানান তিনি। তিনি জেলাশাসক ও পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ইমেল বার্তা পাঠিয়ে অবিলম্বে কোভিড বেড সংখ্যা বৃদ্ধি ও উপস্বাস্থ্যকেন্দ্রগুলিকে সুস্বাস্থ্যকেন্দ্র হিসাবে উন্নীত করার কাজ ত্বরান্বিত করার আবেদন জানিয়েছেন।