Bengal post-poll violence: ভোট মিটতেই বিজেপি-র পার্টি অফিসে বাড়ছে ভিড়, তৃণমূলের ভয়ে ঘরছাড়া বিজেপি কর্মীরা

Debabrata Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 16, 2023 | 9:44 AM

Bengal post-poll violence: সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর জেলায় পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের পর ঘর ছাড়া হতে হয়েছে ৫০০ বেশি বিজেপি নেতাকর্মীকে। বর্তমানে পার্টি অফিসে রয়েছেন ২৬ জন।

Bengal post-poll violence: ভোট মিটতেই বিজেপি-র পার্টি অফিসে বাড়ছে ভিড়, তৃণমূলের ভয়ে ঘরছাড়া বিজেপি কর্মীরা
ঘরছাড়া বিজেপি কর্মী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মেদিনীপুর: ভোট মিটতেই জেলাজুড়ে বাড়ছে ঘরছাড়াদের সংখ্যা। সেই ঘরছাড়া বিজেপি কর্মীদের ঠিকানা এখন পার্টি অফিস। যদিও, সন্ত্রাসের অভিযোগ উড়িয়েছে শাসক শিবির। গেরুয়া শিবিরের দাবি, পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের ৭২ ঘণ্টার পর থেকেই জেলাজুড়ে বেড়েছে ঘরছাড়া বিজেপি কর্মীদের সংখ্যা। তাদের অভিযোগ, হয় তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে, নয়ত মারধর করছে। ভয়ে জেরে তারা আশ্রয় নিচ্ছে বলে দাবি গেরুয়া শিবিরের কর্মীদের।

সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর জেলায় পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের পর ঘর ছাড়া হতে হয়েছে ৫০০ বেশি বিজেপি নেতাকর্মীকে। বর্তমানে পার্টি অফিসে রয়েছেন ২৬ জন। জানা যাচ্ছে, এইবারের ভোটে এদের মধ্য কেউ ছিলেন পোলিং এজেন্ট, কেউ বা সক্রিয় বিজেপি কর্মী হিসাবে পরিচিত। গেরুয়া শিবির সূত্রে খবর, প্রতিদিন মেদিনীপুর জেলা পার্টি অফিসে বাড়ছে আশ্রিতদের সংখ্যা। ঘরছাড়াদের তালিকায় এমন মানুষও আছেন যাঁরা ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন। হাইকোর্টের রায়ে বাড়ি ফিরেছিলেন। তবে পঞ্চায়েত নির্বাচন মিটতেই ফের সন্ত্রাসের ভয়ে ঘর ছাড়তে হয়েছে তাদের।

এই সমস্ত বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে ফের হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনা জেলা বিজেপি নেতৃত্বের। ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের সঙ্গে গোটা বিষয় নিয়ে কথা হচ্ছে বলেও জানিয়েছেন জেলা বিজেপি মুখপাত্র অরূপ দাস। পাল্টা বিভিন্ন এলাকায় সন্ত্রাসের অভিযোগকে কার্যত নস্যাৎ করে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরার দাবি, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে কোথাও কোনও সন্ত্রাসের ঘটনাই ঘটেনি। বিজেপির কোনও কর্মী ঘর ছাড়া থাকলে সরাসরি জেলা তৃণমূলের সভাপতির কাছে ঘরে ফেরানোর আবেদন জানাতে বলেছেন। আবেদন পেলে তিনি নিজে গিয়ে ঘরে ফিরিয়ে দিয়ে আসবেন বলেও দাবি করেছেন জেলা তৃণমূলের সভাপতি।

 

Next Article