Attack of Minor Girl: বাইক থামিয়ে নাবালিকার চোখে মুখে লঙ্কার গুঁড়ো, দিঘার পর চণ্ডীপুর!

Kanishka Maity | Edited By: সায়নী জোয়ারদার

Feb 06, 2024 | 4:56 PM

Purba Medinipur: ১৪ বছর বয়স ওই নাবালিকার। বাবার ওষুধ নিয়ে এদিন সাইকেলে বাড়ি ফিরছিল সে। মাঝপথে তার উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বলে খবর। চণ্ডীপুর থানার বরোজ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এখনও ওই নাবালিকার পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Attack of Minor Girl: বাইক থামিয়ে নাবালিকার চোখে মুখে লঙ্কার গুঁড়ো, দিঘার পর চণ্ডীপুর!
চণ্ডীপুর থানা এলাকায় নাবালিকার উপর হামলা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: দিঘায় এক তরুণী পর্যটককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এদিনই (৫ ফেব্রুয়ারি) আবার অসুস্থ বাবার জন্য ওষুধ আনতে গিয়ে হামলার শিকার হলেন চণ্ডীপুরের এক নাবালিকা। সোমবার সন্ধ্যার ঘটনা। চণ্ডীপুর থানার ওসি বুদ্ধদেব মাল বলেন, “কী কারণে এমন ঘটনা হল তা তদন্ত করে দেখা হচ্ছে। নাবালিকার উপর লঙ্কার গুঁড়ো ছড়ানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।”

১৪ বছর বয়স ওই নাবালিকার। বাবার ওষুধ নিয়ে এদিন সাইকেলে বাড়ি ফিরছিল সে। মাঝপথে তার উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বলে খবর। চণ্ডীপুর থানার বরোজ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এখনও ওই নাবালিকার পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা তখন সাড়ে ৬টা। সাইকেলে চেপে অসুস্থ বাবার ওষুধ নিয়ে ফিরছিল নাবালিকা। রাস্তা তখন মোটামুটি ফাঁকা। অভিযোগ, এক মুঠ গুঁড়ো তার উপর ছিটিয়ে দেওয়া হয়। রাস্তায় পড়ে যায় সে। বাইকে চেপে তারা এসেছিল। এলাকার লোকজনই তাকে উদ্ধার করে চণ্ডীপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে বারবার এ ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

এ প্রসঙ্গে পুলিশসুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, দিঘাতে নিয়মিত মহিলা পুলিশের টহলদারি চলে। এখন পর্যটকদের ভিড় বেড়েছে। আর চণ্ডীপুরের বিষয়ে তিনি ওসি বুদ্ধদেব মালকে তদন্তের নির্দেশ দেন। ইতিমধ্যে ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করেছে মহিলা পুলিশ।

Next Article