Bhagabanpur Bombing: পাতা কুড়িয়ে মায়ের দিকে ছুড়ে দিয়েছিল ছোট্ট ছেলেটা, তারপরই…

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 20, 2023 | 2:52 PM

Bombing: স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন বাঁশ বাগানে বাঁশপাতা কুড়াতে গেছিল ভগবানপুর বিধানসভা এলাকার ইটাবেড়িয়া গ্রামের বাসিন্দা শাহানা বিবি ও তার ছয় বছরের শিশু পুত্র।

Bhagabanpur Bombing: পাতা কুড়িয়ে মায়ের দিকে ছুড়ে দিয়েছিল ছোট্ট ছেলেটা, তারপরই...
বোমার আঘাতে জখম মহিলা (নিজস্ব চিত্র)

Follow Us

ভগবানপুর: আবারও বোমা বিস্ফোরণ। পাতা কুড়াতে গিয়ে বিস্ফোরণে আহত হলেন মা ও শিশু। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা এলাকার ইটাবেড়িয়াতে। আহত মহিলার নাম শাহানা বিবি। তাঁর ছ’বছরের সন্তানেরও আঘাত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন বাঁশ বাগানে বাঁশপাতা কুড়াতে গিয়েছিল ভগবানপুর বিধানসভা এলাকার ইটাবেড়িয়া গ্রামের বাসিন্দা শাহানা বিবি ও তার ছয় বছরের শিশু পুত্র। পাতার মধ্যে কিছু একটা দেখতে পেয়ে সেটা হাতে তুলে নেয় শিশুটি। অবাক মা জিনিসটি ফেলে দিতে বলে। নরম হাতে মায়ের দিকে অজানা জিনিসটি ছুঁড়ে দেয় ছোট্ট শিশু। তখনই ঘটে বিস্ফোরণ। ঘটনায় গুরুতর আহত হন মা ও ছোট্ট শিশু। বিস্ফোরণের শব্দে ঘটনাস্থলে পৌঁছন পাড়া-প্রতিবেশীরা। আহত মা ও শিশুকে উদ্ধার করে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মা ও ছেলেকে পাঠানো হয়েছে তমলুক জেলা হাসপাতালে।

এই বিষয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী রাজনৈতিক দল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। ভগবানপুর দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বিকেশ মান্না বলেন, “ঘটনার পিছনে রয়েছে বিজেপি। সামনে পঞ্চায়েত ভোট। তার আগে এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করছে বিজেপি।” তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করে এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, “এই ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা রাজ্যজুড়ে ঘটছে এমন বিস্ফোরণের পর বিস্ফোরণ।” আহত মা ও শিশুর দ্রুত সুস্থতা কামনা করে ভগবানপুরের বিজেপি বিধায়ক বলেন, “ভগবানপুর বিধানসভার নাড়ুয়াবিলা বিস্ফোরণ কান্ডে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ তিনজনের মৃত্যু হয়েছে। ভগবানপুরের মানুষ বিধানসভা ভোটে বিজেপিকে ভোট দিয়েছে। তারই প্রতিশোধ নিতে এসব করছে তৃণমূল। আর পুলিশকে ব্যবহার করে বিজেপির নেতাকর্মীদের মিথ্যে মামলা দিচ্ছে।” ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ভূপতিনগর থানার পুলিশ। প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসের ২ তারিখ রাতে ভগবানপুর বিধানসভা এলাকার নাড়ুয়াবিলাতে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ৩ তৃণমূল কর্মীর। ফলে আবারো বোম বিস্ফোরণের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ভগবানপুর বিধানসভা এলাকায়।

Next Article