AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘…২৪ ঘণ্টার মধ্যেই হিসাব হয়ে যাবে’, কেন বললেন শুভেন্দু?

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী দৃঢ় কণ্ঠে বলেন,"মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আর ওঁর ভাইপোকে গ্যারাজ করব।" এই সভা থেকে শুভেন্দু অধিকারী কার্যত আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল স্পষ্ট করে দেন।

Suvendu Adhikari: '...২৪ ঘণ্টার মধ্যেই হিসাব হয়ে যাবে', কেন বললেন শুভেন্দু?
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 01, 2025 | 9:48 PM
Share

ময়না: ‘নারী সুরক্ষা যাত্রা’ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুধু তাই নয়, একই সঙ্গে তাঁর প্রতিশ্রুতি, “বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যেই হিসেবে হয়ে যাবে।”

মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুরে ময়নার কলেজ মোড় থেকে ময়না বাইপাস পর্যন্ত বিজেপির ‘নারী সুরক্ষা যাত্রা’ কর্মসূচিতে অংশ নেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লাগাতার নারী নির্যাতন, ধর্ষণ, খুন এবং দুর্নীতির প্রতিবাদে ময়নার পর কোলাঘাটেও মিছিলে করেন শুভেন্দু সহ বিজেপির জেলা নেতৃত্ব। ময়নায় আয়োজিত পদযাত্রা শেষে এক জনসভা থেকে তিনি রাজ্যের শাসকদলকে ক্ষমতা থেকে উৎখাত করার ডাক দেন।

শুভেন্দু অধিকারী দৃঢ় কণ্ঠে বলেন,” মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আর ওঁর ভাইপোকে গ্যারাজ করব।” এই সভা থেকে শুভেন্দু অধিকারী কার্যত আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল স্পষ্ট করে দেন। শুভেন্দু অধিকারীর দাবি, তৃণমূলকে কিছু হিন্দু ভোট ভাঙতে হবে। নইলে শুধু মুসলমান ভোট দিয়ে জিততে পারবে না। তাই জালি হিন্দু সাজার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু কটাক্ষ করে বলেন,” উপরওলার এমন মার দেখুন রথের চাকাও গড়েনি, নারকেলও ফাটেনি।” আজ তিনি হিন্দুদের জোট বাঁধার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা হিন্দুরা জোট বাঁধুন সব গ্রামে। যোগী আদিত্যনাথের মতো, হিমন্ত বিশ্বশর্মার মতো সরকার আনুন।” তাঁর দাবি,  এমন সরকার এলে ধর্ষককে আদালত পর্যন্ত যেতে হবে না। ২৪ ঘণ্টার মধ্যে হিসেবে হয়ে যাবে।