Abhijit Ganguly: স্বাস্থ্যক্ষেত্রে বড় পদক্ষেপের পথে অভিজিৎ গাঙ্গুলি, কথা বলছেন দিল্লির সঙ্গে

Kanishka Maity | Edited By: সায়নী জোয়ারদার

Aug 03, 2024 | 7:54 PM

Tamluk Medical College: মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিক বলেন, "প্রথম উনি ভিজিট করলেন। খুব ভাল কথাবার্তা হল। আমাদের ভাল একটা ইন্ডোর হাসপাতাল ভবন দরকার। উনি প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে কথা বলবেন। যদিও অর্থ বরাদ্দ করানো যায়। তাহলে একটা হাসপাতাল বিল্ডিং পেতে পারি। খুব দরকার আমাদের এটা।"

Abhijit Ganguly: স্বাস্থ্যক্ষেত্রে বড় পদক্ষেপের পথে অভিজিৎ গাঙ্গুলি, কথা বলছেন দিল্লির সঙ্গে
বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক মেডিক্যাল কলেজে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: এক সময় ধর্মাবতার ছিলেন। এখন তিনি জনপ্রতিনিধি। তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়মিত নানা ক্ষেত্র পরিদর্শনে যাচ্ছেন। শনিবার গিয়েছিল রাজ্য সরকারের হাত ধরে তমলুকে গড়ে ওঠা তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই কলেজের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা নিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “এখানে শুনলাম ৩০০টা বেড। কিন্তু ৬০০-র উপর রোগী আসেন। ফলে বাকি ৩০০ জনকে মাটিতে থাকতে হয়। মেঝেতে, স্ট্রেচারে শুয়ে থাকতে হয়। এটা তো কাম্য নয়। সেই জন্য আজ আলোচনা করলাম। ওনাদের কাছ থেকে নোট নিলাম। নতুন হাসপাতাল বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি করা দরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এই সপ্তাহেই কথা বলব। আমি তাঁকে অনুরোধ করব রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রধান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে। টাকার যা প্রয়োজন, তা যাতে পাওয়া যায়।”

তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিকের কাছ থেকে পরিকাঠামোগত বিষয়ে এদিন খোঁজখবর নেন সাংসদ। শর্মিলা মল্লিক বলেন, “প্রথম উনি ভিজিট করলেন। খুব ভাল কথাবার্তা হল। আমাদের ভাল একটা ইন্ডোর হাসপাতাল ভবন দরকার। উনি প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে কথা বলবেন। যদিও অর্থ বরাদ্দ করানো যায়। তাহলে একটা হাসপাতাল বিল্ডিং পেতে পারি। খুব দরকার আমাদের এটা।”

Next Article