মহিষাদল: উপনির্বাচনে খারাপ ফল করেছে বিজেপি। জেতা আসনও হারতে হয়েছে তাদের। উপভোটের ফলাফল নিয়ে যখন চুল ছেড়া আলোচনা চলছে। তারই মধ্যে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে উড়ল গেরুয়া আবির। মহিষাদলে সমবায় ভোটে বিপুল জয় বিজেপি-র। কিছু আসনেই সন্তুষ্ট শাসকদল তৃণমূল।
রবিবার ছিল মহিষাদলের ঝাউপাথরা সমবায় সমিতির নির্বাচন। সেখানে মোট ৫২টি আসনে ভোট হয়। সেই ৫২টির মধ্যে ৩৬ টিতে জয়ী হন বিজেপি প্রার্থীরা। তৃণমূল জয়ী ১৬ টি আসনে। টাই হয়েছিল ১ আসন। সেই টাই আসনেও জয় পায় বিজেপি।
এই প্রথম সমবায়ের ক্ষমতা দখল করলো বিজেপি। জয়ের আনন্দে মেতেছেন বিজেপির কর্মী সমর্থকরা। জয় প্রসঙ্গে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সহ সভাপতি বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় বলেন,”উপনির্বিচন নিয়ে কোনও মন্তব্য করব না। কারণ উপনির্বাচনে কীভাবে ভাল ফল হয়েছে সকলের জানা। আর নন্দীগ্রাম থেকে সমবায়ে বিজেপি জয়ের ধারা শুরু হয়েছিল তা অব্যাহত রয়েছে। এই সমবায়ে তৃণমূল পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে বলেই মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছে।”
তৃণমূল বিধিয়ক তিলক চক্রবর্তী বলেন, “এই সমবায়ে দীর্ঘদিন নির্বাচন হয়নি। তাছাড়া সমবায় নির্বাচনে সদস্যরা ভোট দেন। সদস্যদের যে রাজনৈতিক দলের সদস্য তার পক্ষেই ভোট দেন। সমবায় নির্বাচনের ফল নিয়ে আমরা চিন্তিত নই।”