Nandigram: নন্দীগ্রামে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার, খুন নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

Kanishka Maity | Edited By: জয়দীপ দাস

Jan 04, 2025 | 5:57 PM

Nandigram: ওই মহিলার আসল পরিচয় কী, বা কোথা থেকে ওখানে এলেন, কেই বা খুন করল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। উত্তর নেই কারও কাছেই। যদিও এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেহ এদিকে দীর্ঘক্ষণ জলে পড়ে থাকায় মহিলার দেহটি একেবারে ফুলে গিয়েছে।

Nandigram: নন্দীগ্রামে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার, খুন নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ
তদন্তে নেমেছে পুলিশ
Image Credit source: TV 9 Bangla

Follow Us

নন্দীগ্রাম: সাতসকালে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য নন্দীগ্রামে। এদিন সকালে হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক জলাশয়ের ধারে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। এলাকার লোকজনই খবর দেন নন্দীগ্রাম থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

কিন্তু, ওই মহিলার আসল পরিচয় কী, বা কোথা থেকে ওখানে এলেন, কেই বা খুন করল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। উত্তর নেই কারও কাছেই। যদিও এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেহ এদিকে দীর্ঘক্ষণ জলে পড়ে থাকায় মহিলার দেহটি একেবারে ফুলে গিয়েছে। যা দেখে স্থানীয় বাসিন্দাদের অনুমান রাতের অন্ধকারে কেউ অপকর্ম করে মহিলাকে ওই জায়গায় ফেলে গিয়েছে। তবে শুধুই খুন নাকি খুনের আগে শারীরিক নির্যাতন করা হয়েছিল তা বোঝার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই সবটা পরিষ্কার হবে বলে মনে করছেন তদন্তকারীরা। 

এই খবরটিও পড়ুন

এলাকার এক বাসিন্দা বলছেন, “সকালে এক মহিলা ওখানে গরু বাঁধতে গিয়েছিল। উনিই প্রথম দেখেন। এলাকার লোকজনকে জানান। আমরা যাই। গিয়ে দেখি এক মহিলার দেহ পড়ে আছে জলাশয়ে। তারপরই থানায় জানাই। পুলিশ প্রায় ৩০ মিনিট পরে আসে। ওনাকে খুন করা হয়েছে বলেই মনে হচ্ছে। খুব নৃশংসভাবে মারা হয়েছে। দেহের নানা জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত হচ্ছে। কী রিপোর্ট আসে দেখা যাক।” 

Next Article