ময়না: পঞ্চায়েত ভোট (Panchayet Election) যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে পূর্ব মেদিনীপুরের ময়নার (Mayna) বাকচা এলাকা। ফের সেখানে তৃণমূল-বিজেপি-র সংঘর্ষ। রবিবার বিকেলে ঘটনার সূত্রপাত হয়। বিজেপি-র (BJP) মিছিলে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর দু’পক্ষই ঝামেলায় জড়িয়ে পড়ে। বেশ কয়েকজন তৃণমূল-বিজেপি কর্মীদের আটক করে নিয়ে যাওয়া হয়।
তবে ঘটনার রেশ এরপরও কাটেনি। অভিযোগ, সোমবার ভোর থেকে নতুন করে এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। বাকচা গোড়ামাল এলাকার বিজেপির কর্মীদের বাড়ির লক্ষ্য করে চলে বোমা মারা হয় বলে অভিযোগ করে বিজেপি। ইতিমধ্যে বেশ কয়েকটি বিজেপি কর্মীর বাড়ির ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করেন বিজেপি কর্মীরা। ফলত, থমথমে রয়েছে বর্তমান পরিস্থিতি। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
যদিও তৃণমূল কংগ্রেসের দাবি,ওই এলাকায় বিজেপি নতুন করে সন্ত্রাস সৃষ্টি করছে। ওদের গোষ্ঠী কোন্দলের জেরে বোমা গুলির লড়াই চলছে। ক্ষমতা দখলের জন্যই এই ঘটনা। বিজেপির লোকজন নিজেরা নিজেরাই গন্ডগোল করছে। এই বিষয়ে বিজেপি নেতা বলেন, “২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল পরাজিত হয়েছে ময়না এলাকায়। সেই জ্বালার জন্যই এই এলাকায় অশান্তি সৃষ্টি করছে। বাড়িঘর ভেঙে দিয়েছে বিজেপি কর্মীদের। রোজদিন মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। কালকের দলীয় কর্মসূচিতে ওরা আমাদের ফেস্টুন, ব্যানার ছিঁড়ে দেয়। কর্মীদের মারধর করেন।” অপরদিকে, স্থানীয় তৃণমূল নেতা বলেন যে, সম্পূর্ণটাই বিজেপির গোষ্ঠী কোন্দল। ওখানে তাঁদের কোনও লোকই নেই। গন্ডগোল কারা করবেন বলেও প্রশ্ন উঠেছে।