Contai: ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট প্রভাবিত করার অভিযোগ, কাঁথির সমবায় ব্যাঙ্কে উত্তেজনা

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 15, 2024 | 3:41 PM

Contai: বেশ কিছুক্ষণ পরে ভুয়ো ভোটাররা বেরিয়ে আসে ভোটগ্রহণ কেন্দ্র থেকে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন নন্দকুমার মিশ্র। ভোট গ্রহণ শেষ হতে আর আধ ঘন্টা বাকি রয়েছে।

Contai: ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট প্রভাবিত করার অভিযোগ, কাঁথির সমবায় ব্যাঙ্কে উত্তেজনা
কাঁথির সমবায় ব্যাঙ্কে নির্বাচনে উত্তেজনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কাঁথি:  কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যাও বেড়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শাসক দলের ভুয়ো ভোটাররা গেটের মধ্যে ঢুকে পড়ে।

বেশ কিছুক্ষণ পরে ভুয়ো ভোটাররা বেরিয়ে আসে ভোটগ্রহণ কেন্দ্র থেকে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন নন্দকুমার মিশ্র। ভোট গ্রহণ শেষ হতে আর আধ ঘন্টা বাকি রয়েছে। তারই মধ্যে ভোট গ্রহণ কেন্দ্রের সামনে দুই দলের জটলা শুরু হয়ে যায় ইতিমধ্যেই।

বিজেপি সমর্থিত প্রার্থী সুকুমার বেরা বলেন, “সওয়া একটার মধ্যে হঠাৎ করেই জনা তিরিশ লোক ঢুকে গেল। গেটে পুলিশ রয়েছে। তাঁরা দেখেছেন আইডি কার্ড রয়েছে, তাঁদেরকে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু পুলিশের তো বোঝা উচিত ছিল, কেন একসঙ্গে এত ভোটার ঢুকবে। সব টিনএজার ভোটার ঢুকেছে। ভোট প্রভাবিত করতে।”

তৃণমূল নেতা নন্দকুমার মিশ্র বলেন, “ভিত্তিহীন অভিযোগ। পায়ের তলার মাটি নেই। এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করে লাভ নেই। কে কার লোক ঢুকছে, কে দেখতে গিয়েছে। সাধারণ মানুষ ভোট দিচ্ছে। পুরোটাই শান্তিপূর্ণভাবে হচ্ছে।”

Next Article