Contai Municipality: কাঁথির শ্মশান দুর্নীতিতে গ্রেফতার অধিকারী পরিবারের গাড়িচালক

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 12, 2022 | 1:50 PM

Contai Municipality: সৌমেন্দু অধিকারীর আমলে পুরসভার গাড়ি না চালিয়ে ব্যক্তিগত সৌমেন্দু অধিকারীর গাড়িচালক ছিলেন তিনি। গত কয়েকমাস আগে কাছে পৌরসভা থেকে অবসর গ্রহণ করেন গোপাল সিং৷

Contai Municipality: কাঁথির শ্মশান দুর্নীতিতে গ্রেফতার অধিকারী পরিবারের গাড়িচালক
অধিকারী পরিবারের গাড়িচালক গ্রেফতার

Follow Us

পূর্ব মেদিনীপুর: কাঁথি পুরসভা দুর্নীতি মামলায় অবশেষে পুলিশের জালে এক অভিযুক্ত। তিনি আবার অধিকারী পরিবারের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত অধিকারী পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সোমবার রাতভর অভিযান চালিয়ে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী গাড়ির চালক গোপাল সিং-কে গ্রেফতার করেছে। তাঁর বাড়ি কাঁথি শহরের আঠিলাগড়ি গ্রামে।

সূত্রের খবর কাঁথি শহরে রাঙামাটি শ্মশান সংলগ্ন স্টল নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে তৎকালীন পুরপ্রধান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী বিরুদ্ধে। তদন্তের দাবি জানিয়ে কাঁথি বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না কাঁথি থানার লিখিত অভিযোগ দায়ের করেন৷ তৎকালীন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী, সহকারি ইঞ্জিনিয়ার দিলীপ কুমার বেরা, ঠিকাদার সতীনাথ দাস অধিকারী নামে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে সহকারি ইঞ্জিনিয়ার দিলীপ কুমার বেরা, ঠিকাদার সতীনাথ দাস অধিকারীকে গ্রেফতার করে। এরপর কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেন সৌমেন্দু অধিকারী।

আদালত নির্দেশ দেয় ১৩ ই জুলাই পর্যন্ত সৌমেন্দু অধিকারীকে গ্রেফতার করা যাবে না। কিন্তু তদন্তের কারণে জিজ্ঞাসাবাদ চালাতে পারে পুলিশ। তদন্তের স্বার্থে সোমবার রাতে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ তথা সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক গোপাল সিং-কে গ্রেফতার করে৷ তিনি কাঁথি পুরসভার সরকারি চালক ছিলেন।

সৌমেন্দু অধিকারীর আমলে পুরসভার গাড়ি না চালিয়ে ব্যক্তিগত সৌমেন্দু অধিকারীর গাড়িচালক ছিলেন তিনি। গত কয়েকমাস আগে কাছে পৌরসভা থেকে অবসর গ্রহণ করেন গোপাল সিং৷

কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, “তদন্তের কারণে প্রাক্তন সৌমেন্দু অধিকারীর গাড়িচালক গোপাল সিং-কে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”

Next Article