Contai: আড়াই বছর পরে আজ কাঁথির সমবায় ব্যাঙ্কের নির্বাচন!

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 06, 2024 | 9:38 AM

Contai: অবশেষে একটি মামলার প্রেক্ষিতে  কলকাতা হাইকোর্টে পর্যবেক্ষণ, যে সমবায় নিয়ম নীতি মেনে ভোটার তালিকা সহ যাবতীয় কাজ শেষ করতে হবে আগামী ফ্রেব্রুয়ারী মাসের মধ্যে।

Contai: আড়াই বছর পরে আজ কাঁথির সমবায় ব্যাঙ্কের নির্বাচন!
কাঁথি সমবায় ব্যাঙ্কে ভোট
Image Credit source: TV9 Bangla

Follow Us

কাঁথি: দীর্ঘ আড়াই বছর পর অবশেষে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন হতে চলেছে তাও আবার হাইকোর্টের নজরদারিতে। দীর্ঘ প্রায় আড়াই বছর পর কাঁথি কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড প্রশাসকের আওতাধীন থেকে উঠে নির্বাচিন হতে চলেছে।  রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চেয়ারম্যান পদ থেকে সরার কিছুদিন পর থেকেই এই অচলাঅবস্থা তৈরি হয়েছিল। অবশেষে একটি মামলার প্রেক্ষিতে  কলকাতা হাইকোর্টে পর্যবেক্ষণ, যে সমবায় নিয়ম নীতি মেনে ভোটার তালিকা সহ যাবতীয় কাজ শেষ করতে হবে আগামী ফ্রেব্রুয়ারী মাসের মধ্যে। ভোটার তালিকা-সহ যাবতীয় কাজের রিপোর্ট ১৫দিন অন্তর আদালতকে জমা দেওয়ার কোথাও বলা হয়েছে। ভোট ঘিরে সকাল থেকেই প্রস্তুতি তুঙ্গে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা।

প্রসঙ্গত, উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্ক পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক। দু’দশক ধরে এই ব্যাঙ্কের চেয়ারম্যান চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী।  সম্প্রতি ব্যাঙ্কের বোর্ড অব ডিরেক্টর্স সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে এই ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারিত করে। অভিযোগ ওঠে, এরপর থেকে নানাভাবে এর পর থেকেই ব্যাঙ্কের পরিচালন কমিটির নির্বাচন আটকে দেওয়ার চেষ্টা চলে।

সমবায় ব্যাঙ্কের পরিচালন কমিটির নির্বাচন চেয়ে আদালতে মামলা করেন সমবায় সেলের এক ব্যক্তি। কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলাটি ওঠে। বিচারপতির পর্যবেক্ষণ ছিল,স্বাভাবিকভাবেই ব্যাঙ্কের কাজকর্ম পরিচালনার জন্য পরিচালন কমিটির নির্বাচন প্রয়োজন। আগামী ১৫ অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্ন করারও নির্দেশ দেন তিনি।

Next Article
Akhil Giri: প্রথম বলেই বাউন্ডারি, মমতার জন্মদিনে ‘দিদিকাপে’ কামাল অখিলের
Mid Day Meal: ডাল ভাত নয়, মিড ডে মিলে পিঠে পুলি খেয়ে বেজায় খুশি মন্তেশ্বরের খুদেরা