Abhijit Ganguly Remarks: মমতার নাম করে মন্তব্য ‘বিতর্ক’, কী ব্যাখ্যা দিলেন অভিজিৎ গাঙ্গুলি
Abhijit Ganguly Remarks: ভাইরাল ওই ৬ সেকেন্ডের ভিডিয়োয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করে ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনেরও নজরে এনেছে তৃণমূল নেতৃত্ব। ওই ভিডিয়ো শেয়ার করে তৃণমূল দাবি করেছে নির্বাচন কমিশন যাতে অবিলম্বে পদক্ষেপ করে।

ময়না: তমলুকের বিজেপি প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের তরফে সেই ভিডিয়োও শেয়ার করা হয়েছে দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ভাইরাল ওই ৬ সেকেন্ডের ভিডিয়োয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘মৃত্যু ঘণ্টা’ মন্তব্যকে হাতিয়ার করে ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনেরও নজরে এনেছে তৃণমূল নেতৃত্ব। ওই ভিডিয়ো শেয়ার করে তৃণমূল দাবি করেছে নির্বাচন কমিশন যাতে অবিলম্বে পদক্ষেপ করে। এসবের মধ্যেই ‘বিতর্কিত’ ওই মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন তমলুকের বিজেপি প্রার্থী।
বৃহস্পতিবার দুপুরে ময়নায় চণ্ডী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিতর্কিত ওই মন্তব্য প্রসঙ্গেও জবাব দিলেন তিনি। অবসরপ্রাপ্ত বিচারপতির বক্তব্য, ‘যদি নির্বাচন কমিশন আমার থেকে জানতে চায়, আমি তার উত্তর দিতে দেব।’ কিন্তু সেই মন্তব্যকে কি বিতর্কিত বলে মনে করছেন তিনি? এই প্রশ্নের উত্তরে অভিজিৎবাবুর ব্যাখ্যা, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শেষের সময় ঘনিয়ে আসা বোঝাতে চেয়েছেন। তিনি বলেন, ‘তাঁর দলের শেষের সময়। মুখ্যমন্ত্রী মানে তো মুখ্যমন্ত্রী নন, এর মানে তাঁর দল। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলা হয়ে থাকে, তার মানে তাঁর দল। তাঁর দলকে বোঝানো হয়ে থাকে। সেই দলের সময় ঘনিয়ে এসেছে।’
তবে এই মন্তব্যকে হাতিয়ার করে লোকসভা ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে কোনও খামতি রাখছে না তৃণমূল শিবির। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম মহিলা নেত্রী শশী পাঁজা বিজেপিকে বিঁধে বলেছেন, ‘বিজেপি প্রার্থীদের মধ্যে যেন প্রতিযোগীতা শুরু হয়ে গিয়েছে, কে কত নীচে নামতে পারেন। দিলীপ ঘোষ, তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি এখন হারের ভয়ে শঙ্কিত, সেটা তাদের আচরণে প্রতিফলিত হচ্ছে।’





