ভগবানপুর : ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসকদলের বিরুদ্ধে সরব বিরোধীরা। ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI)। এই অবস্থায় শাসকদলের নেতার মুখে বোমা-বন্দুক নিয়ে বিরোধীদের রুখে দেওয়ার ‘সাফল্য’-এর কথা শোনা গেল। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে শাসকদলের সভায় এক নেতার প্রশংসায় পঞ্চমুখ হলেন দলের অন্য এক নেতা। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর শাসকদলকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। নন্দীগ্রাম, খেজুরি, ভগবানপুর, পটাশপুর, ময়না-সহ অনেক জায়গায় অশান্তির ঘটনায় শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এবার সেই সব ঘটনার পিছনে ঘাসফুল নেতাদের মদত রয়েছে, তা সভা মঞ্চেই মাইক হাতে মেনে নিলেন জেলা নেতৃত্ব। এক কর্মিসভায় আইএনটিটিইউসি জেলা সভাপতি বিকাশচন্দ্র বেজ
বোমা বন্দুক নিয়ে বিরোধীদের রুখে দেওয়ার জন্য ভগবানপুর বিধানসভার ৫ নম্বর অর্জুননগর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই মাইতিকে বাহবা জানালেন ।
একুশের বিধানসভা ভোটের প্রাক্কালে ও ভোটের সময় দফায় দফায় উত্তপ্ত হয় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার অর্জুননগর এলাকা। বাড়ি ভাঙচুর, বোমাবাজি, বন্দুক নিয়ে এলাকা দখল কার্যত নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। অভিযোগ ওঠে পুলিশি নিষ্ক্রিয়তার। এমনকি ভোট পরবর্তী সন্ত্রাসের ফলে আজও বহু বিজেপি কর্মী সমর্থক ঘরছাড়া বলে গেরুয়া শিবিরের অভিযোগ। আর এই এলাকায় বিরোধী দলের তরফে বারবার সন্ত্রাস ছড়ানোর অভিযোগে নাম উঠে এসেছিল বলাই মাইতির। অর্জুননগর অঞ্চল মহিলা তৃণমূলের রাজনৈতিক কর্মশালার প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে সেই তৃণমূল নেতাকে বাহবা দিলেন আইএনটিটিইউসি জেলা সভাপতি। আর তার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই শাসকদলকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “গতবছর ভোট পরবর্তী হিংসায় আমাদের দলের কর্মী জন্মেজয় দোলুইকে খুনের ঘটনায় সিবিআই বলাইকে খুঁজছে। ও ওয়ান্টেড আসামি। আর এই সব করেই তৃণমূল টিকে আছে। ওই কেসে হাইকোর্টে গিয়েছিল। আমার কাছে যা খবর এই ঘটনায় আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে। ফলে যার আগাম জামিন বাতিল হয়, তার মাথা তো খারাপ হবেই।”