পূর্ব মেদিনীপুর: করোনা (COVID-19) আক্রান্ত রোগীর মৃত্যু ঘিরে আতঙ্ক কোলাঘাটে। সম্প্রতি গুজরাট থেকে ফেরার পর ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরিবারের অভিযোগ, স্বাস্থ্য দফতরে জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি তারা। সেই গাফিলতিতেই এই মৃত্যু বলেও অভিযোগ মৃতের স্বজনদের।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বড়িশা এলাকার ওই বাসিন্দা কর্মসূত্রে গুজরাটে থাকতেন। সূত্রের খবর, গত ৮ এপ্রিল বাড়ি ফেরেন। ১৭ এপ্রিল কোভিড-১৯ পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। ২০ এপ্রিল মঙ্গলবার পরিবার রিপোর্টটি হাতে পায়। এদিকে সেদিন সকাল থেকেই ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থারও অবনতি হতে শুরু করে।
পরিবারের অভিযোগ, স্বাস্থ্য দফতরে গোটা বিষয়টি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রাত ১০টা নাগাদ মৃত্যু হয় তাঁর। পরিবার ও এলাকার লোকজনের অভিযোগ, ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটল। অভিযোগ, ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর অক্সিজেনের জন্য ব্লক আধিকারিককে জানিয়েও কোনও সহযোগিতা পাওয়া যায়নি। এমনকী মৃত্যুর পরও প্রশাসন এগিয়ে আসেনি। এলাকা স্যানিটাইজ করা থেকে নিয়ম মেনে মৃতদেহ নিয়ে যাওয়া, কোনও ক্ষেত্রেই সাহায্য মেলেনি।
আরও পড়ুন: ‘বুথ জ্যামের কায়দায় পোস্টাল ব্যালটে ভোট’, তুমুল উত্তেজনা বোলপুরে
যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিক শিবশঙ্কর খাঁ বলেন, “মঙ্গলবার রাতে খবর পাওয়ার পরই জেলা স্বাস্থ্য দফতরে জানানো হয়। রাত ৯টা ২৩ নাগাদ আমরা খবর পাই। তবে কোনও ব্যবস্থা নেওয়ার আগেই ওই ব্যক্তি মারা যান।” স্বাস্থ্য আধিকারিকের দাবি, মৃত ওই ব্যক্তির হৃদযন্ত্রে সমস্যা ছিল। নানা কো-মর্বিডিটিও ছিল শরীরে।