Mid Day Meal: মিড-ডে মিলের খাবারে এবার মরা ইঁদুর, অসুস্থ শিশু

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 01, 2023 | 3:18 PM

জানা যাচ্ছে, শনিবার মিড-ডে মিলের খাবার দেওয়া হচ্ছিল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। তখনই দেখা যায় একটি শিশুর খাবারের পাতে পড়ে রয়েছে মরা ইঁদুর।

Mid Day Meal: মিড-ডে মিলের খাবারে এবার মরা ইঁদুর, অসুস্থ শিশু
অসুস্থ শিশু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কাঁথি: খিচুড়িতে মরা ইঁদুর। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুধু তাই নয়, ওই খিচুড়ি খেয়ে অসুস্থ একাধিক বাচ্চা। তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকায়। পূর্ব মেদিনীপুরের সরদা অঞ্চলের হিঞ্চি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। সেখানে রান্না করা খিচুড়িতে মিলল মরা ইঁদুর।

জানা যাচ্ছে, শনিবার মিড-ডে মিলের খাবার দেওয়া হচ্ছিল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। তখনই দেখা যায় একটি শিশুর খাবারের পাতে পড়ে রয়েছে মরা ইঁদুর। যা দেখে হকচকিত হয়ে পড়েন সকলে। ততক্ষণে প্রায় তিরিশ-চল্লিশ জন শিশু সেই খাবারও খেয়েছে বলে অনুমান গ্রামবাসীদের।

এ দিকে, এই ঘটনার পরই ক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। খবর পেয়ে এলাকার বিদায়ী পঞ্চায়েত সদস্য আকবর আলি খাঁন আসে বিষয়টি সমাধানের আশ্বাস দিতে পরিস্থিতি আয়ত্তে আসে। যদিও, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক কর্মী বলেন, “এই ঘটনার সঙ্গে আমার যোগ নেই। যারা রান্না করেছে তারা বলতে পারবে আমি কিছু জানি না।”

এই প্রথম নয়, কখনও ইঁদুর, কখনও টিকিটিকি কখনও পোকা মিড-ডে মিলের খাবারে পড়েছে বলে অভিযোগ ওঠে। তা নিয়ে কম শোরগোল হয়নি। জেলায়-জেলায় এই ঘটনা বারংবার সামনে এসেছে। লাগাতার অভিযোগের জেরে রাজ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে আসে কেন্দ্রীয় তদন্তকারী দল। যদিও, খুশি হয়ে বাকি ২০০০ হাজার কোটি টাকা ফিরিয়ে দেয় রাজ্যকে।

Next Article