কাঁথি: গর্তে ভরা বেহাল রাজ্য সড়ক। আর সেই রাস্তা পেরিয়ে যেতে হয় কাঁথি মহকুমা হাসপাতালে। রাস্তা মেরামত না হলে অরাজনৈতিকভাবে বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে দাবি করল কাঁথির একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই মর্মে ডেপুটেশন দিয়েছে ওই সংগঠন। প্রশাসনকে রাস্তা সংস্কারে জন্য রীতিমতো সময়সীমা বেঁধে দিয়েছে তারা। অভিযোগ, পূর্ব মেদিনীপুরের কাঁথির আউটডোর থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তা বেহাল। দীর্ঘদিন ধরেই রাস্তার এই অবস্থা হওয়ায় ছোট-বড় দুর্ঘটনাও ঘটে চলেছে। এর আগে রাস্তা মেরামতির দাবিতে পূর্ত দফতরের কাছে ডেপুটেশন দিয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন এলাকাবাসী। তারপরও কোনও কাজ হয়নি বলেই অভিযোগ।
স্মারকলিপিতে দাবি করা হয়েছে, হাসপাতালে রোগী থেকে পরিবারের সদস্যদের যাতায়াতের অসুবিধা হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে রাস্তার ওপর। রাস্তা দ্রুত মেরামতির আর্জি জানিয়ে পূর্ত দফতর, কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না, কাঁথি মহকুমা শাসকের কাছে স্বারকলিপি জমা দেওয়া হয়। রাস্তা দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন পূর্ত দফতরের আধিকারিকেরা।
স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ইয়ামিন আলি খাঁন বলেন, কাঁথি শহরে এই মুহূর্তে সব থেকে খারাপ অবস্থা হল কাঁথি আউটডোর থেকে কাঁথি মহকুমা হাসপাতাল পর্যন্ত। সামান্য বৃষ্টি হলেই জমে থাকে জল, ফলে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে হাসপাতালের রোগী প্রত্যেকের অসুবিধা হয়। তাঁরা জানিয়েছেন, তাঁরা চান পুজোর আগেই মেরামত করা হোক রাস্তা।