Diamond Harbour: জমি নিয়ে বিবাদ, দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ

Dec 21, 2023 | 10:55 AM

South 24 Parganas: দাস পরিবারের জমি নিয়ে ভাইদের মধ্যে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। মাঝেমধ্যেই নানা বিষয়ে দু'জনের মধ্যে ঝামেলা হত। আবার প্রতিবেশীদের মধ্যস্থতায় তা মিটে যেত।  বুধবার বিকাল থেকে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরমে ওঠে।

Diamond Harbour: জমি নিয়ে বিবাদ, দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ
শোকস্তব্ধ মৃতের পরিবার
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: জমি বিবাদের জেরে দাদাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে।  বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার হারুডপয়েন্ট উপকূল থানার কালীনগরে। পুলিশ জানিয়েছে মৃতার নাম মতিলাল দাস (৬০)। এই ঘটনায় মূল অভিযুক্ত মোহনলাল দাসকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাস পরিবারের জমি নিয়ে ভাইদের মধ্যে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। মাঝেমধ্যেই নানা বিষয়ে দু’জনের মধ্যে ঝামেলা হত। আবার প্রতিবেশীদের মধ্যস্থতায় তা মিটে যেত।  বুধবার বিকাল থেকে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরমে ওঠে। কিন্তু একান্ত পারিবারিক বিবাদ ভেবে প্রথমটায় বিশেষ আমল দেননি প্রতিবেশীরা।

অভিযোগ, মতিলাল রাতে বাড়ি থেকে বেরোতেই তাঁর ওপর হামলা চালানো হয় অভিযোগ।  মতিলালকে রাস্তার ধারে ফেলে বেধড়ক মারধর করতে থাকেন তাঁর ভাই। চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে গিয়ে মতিলালকে রক্তাক্ত অবস্থায়  উদ্ধার করেন।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মতিলালের। আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার। পরিবারের এক সদস্য বলেন, “একটি জমি নিয়ে বিবাদ ছিল। অশান্তি হত মাঝেমধ্যেই। কিন্তু পরিস্থিতি যে এরকম দাঁড়াবে, তা কখনও ভাবিনি। দোষীদের উপযুক্ত শাস্তি চাই।” মোহনলালের সঙ্গে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Next Article