অবন্তিকা প্রামাণিক
May 16, 2022 | 2:40 PM
সমুদ্রের ভয়ঙ্কর রূপ দেখল দিঘা। সোমবার বুদ্ধ পূর্ণিমায় প্রবল জলোচ্ছ্বাস দেখলেন ঘুরতে আসা পর্যটকরা। গতবছরও এই তিথিতে উপকূলের জেলায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল সমগ্র পর্যটন এলাকা।
এদিন সৈকতে দাঁড়িয়ে সমুদ্রস্নানে মাতালেন দিঘায় আগত পর্যটকরা। গত বছর এমন তিথিতেই দিঘা, শংকরপুর, তাজপুর, মন্দারমণি জুনপুট এলাকায় ব্যাপক জলোচ্ছ্বাসের ফলে বিপুল ক্ষয়ক্ষতির মুখ দেখেছিলেন এলাকাবাসী।
কয়েকদিন আগে অশনির আতঙ্কে ভুগছিল সৈকত শহর। তবে ঘূর্ণিঝড়ের তকমা হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছিল সেটি। বিপদ এড়াতে ঝড়ের পূর্ব প্রস্তুতি নিয়েছিল জেলা প্রশাসন। বর্তমান সেই সব নিষেধাজ্ঞা উঠে গিয়েছে।
তাই পর্যটকরা জেলায় ফের পর্যটন কেন্দ্রমুখী হচ্ছেন।
আজ তেমনি মনোরম দৃশ্য দেখা গেল দিঘায়। সমুদ্রের পাড়ে বসে গা ভেজাল ভ্রমণ পিপাসুরা। যদিও, এই পরিবেশ নিয়ে সতর্ক পুলিশ থেকে লুনিয়া সকলেই।