Digha: ১২ কোটি খরচে বদলে যাচ্ছে দিঘার চেহারা, বড়দিনের আগেই শুরু কাজ

Kanishka Maity | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 22, 2024 | 12:16 PM

Digha-Mandarmani: ১২ কোটি টাকা খরচ হচ্ছে এই রাস্তা মেরামত করা হবে। আড়াই মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। এছাড়া, পরিচ্ছন্ন তথা 'গ্রিন ক্লিন' দিঘা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের পরিকাঠামোর কাজ প্রায় শেষ। শীতের মধ্যে এই প্রকল্প চালু হবে।

Digha: ১২ কোটি খরচে বদলে যাচ্ছে দিঘার চেহারা, বড়দিনের আগেই শুরু কাজ
দিঘা (ফাইল ছবি)
Image Credit source: PTI

Follow Us

দিঘা: শীত প্রায় এসেই গিয়েছে। দুর্গাপুজো-কালীপুজো সহ উৎসবের মরসুম শেষ হলেও আরও এক উৎসব আসন্ন। মাসখানেক পরই ‘বড়দিন’, তারপরই নতুন বছরকে স্বাগত জানানোর সময়। রোদ মাখানো শীতের আমেজ, স্কুল-কলেজের ছুটির ওই কটাদিনের মেজাজই আলাদা থাকে। অনেকেই বেরিয়ে পড়েন বাড়ি থেকে।

আসন্ন ডিসেম্বর ও জানুয়ারির মাসে দিঘা, মন্দারমণি, তাজপুর,শঙ্করপুর সহ সৈকত জুড়ে পর্যটকদের ভিড় বাড়বে বলেই অনুমান করা হচ্ছে। গত কয়েক বছরের ট্রেন্ড অন্তত সেটাই বলছে। তাই এই সব সৈকতে বিশেষ নজর দিচ্ছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও জেলা প্রশাসন।

মন্দারমণি থেকে দিঘা যাওয়ার ‘মেরিন ড্রাইভ’ (সৈকত সুন্দরী) মেরামত করার কাজ শুরু হয়েছে। ৭.৬ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়ে গিয়েছে। এই রাস্তা তৈরি করার জন্যে ‘হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন’ ও স্থানীয় বাসিন্দাদের তরফে অনেক দিনের দাবি ছিল। যে জায়গা দিয়ে এই রাস্তা গিয়েছে, সেখানে জমি নিয়ে একটা সমস্যা ছিল। সেটা মিটে যাওয়ার পর রাস্তার কাজ শুরু হচ্ছে।

১২ কোটি টাকা খরচ হচ্ছে এই রাস্তা মেরামত করতে। আরও বেশি চওড়া হবে রাস্তা।  আড়াই মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। এছাড়া, পরিচ্ছন্ন তথা ‘গ্রিন ক্লিন’ দিঘা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের পরিকাঠামোর কাজ প্রায় শেষ। শীতের মধ্যে এই প্রকল্প চালু হবে।

Next Article