Digha: রেমাল আসার আগেই আরেক কাণ্ড সৈকত নগরী দিঘায়

Kanishka Maity | Edited By: Soumya Saha

May 25, 2024 | 10:36 PM

Digha: বছর বাইশের ওই যুবক ছত্তীসগঢ়ের বাসিন্দা বলে জানা যাচ্ছে। এক বন্ধুর সঙ্গে দিঘায় ঘুরতে এসেছিলেন ওই যুবক। এরপর শনিবার সকাল ছ'টা নাগাদ নিউ দিঘার ক্ষণিকা ঘাটে সমুদ্র স্নান করতে নেমেছিল দুই বন্ধুই। আর তাতেই ঘোর বিপদ ঘনিয়ে আসে ওই যুবকের জীবনে।

Digha: রেমাল আসার আগেই আরেক কাণ্ড সৈকত নগরী দিঘায়
সৈকতনগরী দিঘা
Image Credit source: TV9 Bangla

Follow Us

দিঘা: রেমালের দুর্যোগের শঙ্কা তো রয়েছেই। তার মধ্যেই এবার আরেক কাণ্ড সৈকত নগরী দিঘায়। সমুদ্রে তলিয়া মৃত্যু হল এক পর্যটকের। প্রায় ১১ ঘণ্টা পর সমুদ্রের জল থেকে খুঁজে পাওয়া গেল নিখোঁজ যুবকের দেহ। মৃত ওই যুবকের নাম বেদপ্রকাশ সাউ। বছর বাইশের ওই যুবক ছত্তীসগঢ়ের বাসিন্দা বলে জানা যাচ্ছে। এক বন্ধুর সঙ্গে দিঘায় ঘুরতে এসেছিলেন ওই যুবক। এরপর শনিবার সকাল ছ’টা নাগাদ নিউ দিঘার ক্ষণিকা ঘাটে সমুদ্র স্নান করতে নেমেছিল দুই বন্ধুই। আর তাতেই ঘোর বিপদ ঘনিয়ে আসে ওই যুবকের জীবনে।

জানা যাচ্ছে, গতকাল সকালে সমুদ্রে স্নান করতে নেমেই দুই বন্ধুর মধ্যে একজন তলিয়ে যায়। সৈকত নগরীতে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না ছত্তীসগঢ়ের বাসিন্দা ওই যুবকের। সারাদিন ধরে তল্লাশি চালানোর পর বিকেল পাঁচটা নাগাদ নিউ দিঘার সমুদ্র সৈকত থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে দিঘা থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই যুবকের বন্ধুর বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরে। বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছিল ছত্তীসগঢ় থেকে। তারপর দুই বন্ধু মিলেই শনিবার দিঘায় ঘুরতে আসে।

দিঘায় ঘুরতে এসে একটি হোটেলে উঠেছিল দুই বন্ধু। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মদ্যপান করে সমুদ্র স্নান করতে নেমেছিল ওই যুবক। সেই সময়েই যুবক তলিয়ে গিয়ে থাকতে পারে। পুলিশ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশের তরফে মৃত যুবকের বাড়িতেও যোগাযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Next Article