Flood Situation: টানা বৃষ্টিতে নতুন করে জল ঢুকতে শুরু করেছে, উদ্ধারকার্যে নামল NDRF
Flood Situation: একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা থাকছে। এদিন কলকাতা-সহ ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
পূর্ব মেদিনীপুর: ফের আতঙ্ক! পাঁশকুড়ার পুরুষোত্তমপুর এলাকায় ভেঙে যাওয়া নদী বাঁধ দিয়ে প্রচুর পরিমাণে জল এলাকায় প্রবেশ করছে। ফলে ফের জলবন্দি মানুষকে উদ্ধারকার্যে এলাকায় নামল এন ডি আর অফ টিম। ঘূর্ণাবর্ত-অক্ষরেখার জেরে বৃষ্টিতে পুজোর মুখে ফের দুর্যোগের তীব্র আশঙ্কা দেখা দিল। জোড়া আক্রমণের ফলে বৃষ্টি-বাঁধের জলে আবার প্লাবনের আশঙ্কা। এদিন দক্ষিণবঙ্গের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা থাকছে। এদিন কলকাতা-সহ ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পাঁশকুড়াবাসীর আতঙ্কে বাড়ছে। ইতিমধ্যে বৃষ্টির জেরে জল বেড়েছে নদীতে। নদীর জল স্তর কমতে কিছুটা স্বস্তি পেয়েছিল এলাকাবাসী। আস্তে আস্তে বাড়ি ফিরতেও শুরু করেছিল নদী বাঁধে আশ্রয় নেওয়া এলাকাবাসীরা।
পাঁশকুড়ার ব্লকের গড় পুরুষোত্তমপুর এলাকায় ভেঙে যাওয়া নদী বাঁধ দিয়ে প্রচুর জল ঢুকছে। এলাকার বাড়িগুলির একতলা পর্যন্ত ডুবে গিয়েছে। টানা ৮ দিন ধরে এলাকাবাসীর থাকার অস্থায়ী ঠিকানা হয়েছে নদীর বাঁধ। বাঁধ ভাঙার ৮ দিন পরে ফের আবারও পাঁশকুড়ার গড় পর্যন্তপুর এলাকায় উদ্ধারকার যে নামলো এন ডি আর অফ প্রতিনিধি দল।