Haldia: বড় খবর, পুজোর আগেই হলদিয়া শিল্প তালুকের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 11, 2022 | 11:39 AM

Haldia: হলদিয়া উন্নয়ন পর্ষদ ভবনে ত্রিপাক্ষিক আলাপ-আলোচনার পর ইন্দরামা ইন্ডিয়া ও পেট্রো কার্বন অ্যান্ড ক্যামিকেলস সংস্থার শ্রমিকদের বেতন বৃদ্ধি-সহ অন্যান্য দাবিদাওয়ার বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়।

Haldia:  বড় খবর, পুজোর আগেই হলদিয়া শিল্প তালুকের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার
শিল্পতালুক (ফাইল ছবি)

Follow Us

পূর্ব মেদিনীপুর: হলদিয়ার দুই কারখানায় বেতন চুক্তি স্বাক্ষর হল জেলা শাসকের উপস্থিতিতে। খুশি শিল্পতালুক। পুজোর আগেই হলদিয়ার বিভিন্ন শিল্প-কারখানায় বকেয়া সমস্ত বেতন চুক্তি সাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের গঠিত শিল্প বিষয়ক কমিটি। সেই মত শনিবার স্বাক্ষরিত হল দুই সংস্থার নতুন বেতন চুক্তি। এদিন হলদিয়া উন্নয়ন পর্ষদ ভবনে ত্রিপাক্ষিক আলাপ-আলোচনার পর ইন্দরামা ইন্ডিয়া ও পেট্রো কার্বন অ্যান্ড ক্যামিকেলস সংস্থার শ্রমিকদের বেতন বৃদ্ধি-সহ অন্যান্য দাবিদাওয়ার বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়।

রাজ্য সরকারের গঠিত শিল্প বিষয়ক কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই বৈঠকে ইন্দরামা ইন্ডিয়ার ৮৫০ জন অস্থায়ী শ্রমিকদের ৪ বছরের জন্য নগদ ৪৭০০ টাকা বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পেট্রো কার্বন অ্যান্ড ক্যামিকেলস সংস্থার ৮ জন স্থায়ী-সহ মোট ৩০০ জন শ্রমিকের যথাক্রমে ৩০০০, ৪০০০ ও ৪২০০ টাকা বেতন বৃদ্ধির চুক্তি হয়। যা বহাল থাকবে ৩ বছর।

বৈঠকে শেষে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, “দুই সংস্থার সঙ্গে ৪-৫ দিন ধরে দীর্ঘ আলাপ-আলোচনার পর মালিক-শ্রমিক উভয়পক্ষের সম্মতি নিয়ে এদিন এই বেতন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাকি ৫ সংস্থার বেতন চুক্তি দ্রুত স্বাক্ষরিত হবে।”

জেলাশাসক ছাড়াও এদিনের বৈঠকে হাজির ছিলেন হলদিয়ার মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, হলদিয়ার ডেপুটি লেবার কমিশনার শ্যামল রায়চৌধুরি-সহ অন্যান্যরা। আর ছিলেন উভয় সংস্থার আধিকারিক, শ্রমিক প্রতিনিধি ও ঠিকাদাররা।

Next Article