Haldia: প্রাক্তন কাউন্সিলরের বাড়িতেই মাদকের আসর! নীচ থেকে উদ্ধার কলেজছাত্রের দেহ

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 10, 2024 | 1:16 PM

Haldia: গান্ধীনগর ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিকাশ জানার বাড়ির নীচে সৌমেনকে রক্তাক্ত অবস্থায় প়ড়ে থাকতে দেখা যায়। গুরুতর আহত অবস্থায় সৌমেনকে হলদিয়ার বি সি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Haldia: প্রাক্তন কাউন্সিলরের বাড়িতেই মাদকের আসর! নীচ থেকে উদ্ধার কলেজছাত্রের দেহ
কলেজ ছাত্রের দেহ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর:  এলাকার প্রাক্তন কাউন্সিলরের বাড়ির নীচ থেকে এক ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হলদিয়ার ২৬ নং ওয়ার্ড গান্ধীনগরের ঘটনা।  কিন্তু এই ঘটনার পরিবারের তরফ থেকে মনে করা হচ্ছে, ছাদ থেকে কেউ ঠেলে ফেলে দিয়ে থাকতে পারেন ছেলেকে। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রের নাম সৌমেন দাস (১৮)।  বাবার নাম রাজকুমার দাস বাড়ি দেভোগ। হলদিয়ার ভবানীপুর থানার অন্তর্গত।

গান্ধীনগর ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিকাশ জানার বাড়ির নীচে সৌমেনকে রক্তাক্ত অবস্থায় প়ড়ে থাকতে দেখা যায়। গুরুতর আহত অবস্থায় সৌমেনকে হলদিয়ার বি সি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ছেলেটি কাঁথি দেশপ্রাণ গভমেন্ট আইটিআই কলেজের ছাত্র বলেও জানা যাচ্ছে।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছেন. প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে মেস রয়েছে। সেখানে অনেক ছেলেই থাকেন। মঙ্গলবার সন্ধ্যায় সেই কাউন্সিলরের বাড়ির ছাদে পিকনিক ছিল। তারপর সেখানে মাদকের আসরও বসে। পুলিশ মনে করছে, ওই মাদকের আসরেই কিছু হয়ে থাকতে পারে। রাতে সৌমেনের সঙ্গে বাকি যাঁরা ছিলেন, তাঁদের কাছ থেকেই বিষয়টি জানতে চাইছে পুলিশ। একটি স্বতঃপ্রণোদিত  মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সাত জনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদও চলছে।

কলেজ ছাত্রমৃত্যুতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।  ঘটনার পর থেকে প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোনে ধরেননি। ওই বাড়িতেও নেই প্রাক্তন কাউন্সিলর। পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছে। কলেজছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Next Article