হলদিয়া: রাতের অন্ধকারে হঠাৎ গ্রাম জুড়ে হইচই। ঘরে ঘরে তখন ঘুমানোর তোড়জোড় চলছে। হঠাৎ গ্রামের কিছু মানুষ দেখতে পান আকাশচুম্বী ট্যাঙ্কের মাথায় একটা কিছু নড়াচড়া করছে। ভাল করে তাকিয়ে তাঁরা দেখেন এক ব্যক্তি ট্যাঙ্কের ওপর চড়েছেন। কীভাবে উঠলেন, তা বুঝতে পারেন না কেউ। কিন্তু গ্রামের বাকিদের খবর দিতেই বেরিয়ে পড়েন তাঁরা। নামানোর জন্য ডাকাডাকিও করেও কোনও লাভ হয় না।
হলদিয়ার হাতিবেড়িয়া গান্ধীনগর এলাকায় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। প্রায় ৮০ ফুট উঁচু ওয়াটার রিজারভারের মাথায় উঠে পড়েছিলেন ওই যুবক। রাত ১১টা নাগাদ ওই যুবককে ওয়াটার রিজার্ভারের উপর নাচানাচি করতে দেখেন স্থানীয়রা।
এলাকার বাসিন্দারা জানান, বাড়ির ছাদ থেকে কেউ ওই রিজার্ভারের মাথায় ওই যুবককে প্রথম দেখতে পান কয়েকজন এলাকাবাসী। হলদিয়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে ওই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল আজিজুল রহমান খবর পেয়েই ছোটেন ঘটনাস্থলে। দেখা যায় নাচানাচি শেষ হওয়ার পর ওই যুবক নেশার জিনিস চাইতে থাকেন ওপর থেকেই।
ওই যুবককে নামিয়ে আনতে হলদিয়া থানার পুলিশ ও দমকল বিভাগে খবর দেন আজিজুল রহমান। প্রায় দেড় ঘণ্টা ধরে নানা কসরত করতে থাকেন ওই যুবক। যুবক যে কোনও মুহূর্তে ঝাঁপ দিতে পারে, আর ঝাঁপ দিলে বাঁচার আশা থাকবে না, এই আশঙ্কাতেই ঘুম ছুটে যায় পুলিশের। স্থানীয় এক যুবক ওই ট্যাঙ্কের উপর উঠে নানাভাবে নীচে নামার জন্য অনুরোধ উপরোধ করতে থাকেন। টানটান উত্তেজনা চলে বেশ কয়েক কিছুক্ষণ ধরে।
শেষমেশ টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে রাত সাড়ে ১১ টা নাগাদ ওই যুবককে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তাঁর নাম শেখ মিরাজ। বাড়ি ভবানীপুর এলাকায়। হলদিয়ায় কেন এসেছিলেন, তা স্পষ্ট হয়নি এখনও।