ভোগপুর (পূর্ব মেদিনীপুর): হাওড়া-ব্যাঙ্গালুরু এক্সপ্রেসে বিভ্রাট। যার জেরে বেলা ১২টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনে আটকে রয়েছে এক্সপ্রেসটি। দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা (বিকেল ৫টা পর্যন্ত) ধরে আটকে ট্রেনটি। যার জেরে বিপাকে পড়েছেন যাত্রীরা।
শনিবার সকাল ১০ টা ৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়ে হাওড়া-ব্যাঙ্গালুরু এক্সপ্রেস। কিন্তু বেলা ১২ টা নাগাদ এস-৩ কামরার কাছে গাড়ির চাকা ব্রেক বাইন্ডিং হয়। যার ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। দুপুর ২ টো নাগাদ ট্রেনের কামরা সরানো হয়। এস ৩ কামরাটি সরিয়ে অন্য নতুন কামরা সংযোগের ব্যবস্থা চলছে। এখনো আটকে ট্রেনটি।
আটকে থাকা এক যাত্রী বলেন, “যে ট্রেনে আসছিলাম সেই ট্রেনে সমস্যা হয়েছে। সেই কারণে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি।” ক্ষোভ উগরে দিয়ে এক যাত্রী বলেন, “এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। বুঝতেও পারছি না আর কতক্ষণ এমনভাবে আটকে থাকতে হবে। গাড়িটা এমনই ছাড়বার সময় দেরি করেছে। তারপর ব্রেক লক হয়েছে। পরীক্ষা ছাড়াই গাড়িটা কীভাবে ওরা এতদূত নিয়ে এল বুঝতে পারলাম না।”