Suvendu Adhikari: নন্দীগ্রামে মমতার হারের বর্ষপূর্তি পালন, শুভেন্দু বললেন, ‘ভাদু-আনারুল-সুফিয়ান ক্যান্সার, এদের তৈরি করছেন মুখ্যমন্ত্রী’

Nandigram: শনিবার নন্দীগ্রামে একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের বর্ষপূর্তি পালন করে বিজেপি।

Suvendu Adhikari: নন্দীগ্রামে মমতার হারের বর্ষপূর্তি পালন, শুভেন্দু বললেন, 'ভাদু-আনারুল-সুফিয়ান ক্যান্সার, এদের তৈরি করছেন মুখ্যমন্ত্রী'
শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2022 | 10:18 AM

নন্দীগ্রাম: ফের শাসকদলকে নিশানা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বগটুই গণহত্যা থেকে শুরু করে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও পরিশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন তিনি। শনিবার নন্দীগ্রামে একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের বর্ষপূর্তি পালন করে বিজেপি। এদিনের সেই কর্মসূচিতে শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়, সহ সভাপতি প্রলয় পাল-সহ বিজেপির একাধিক জেলা নেতৃত্ব।

মঞ্চ থেকে রাজ্যর সাম্প্রতিক বিষয়ে কটাক্ষ করেন অধিকারী পরিবারের মেজোপুত্র। নন্দীগ্রামে দাউদপুর গ্রাম প্রধান সামসুল ইসলামের ((Samsul Ishlam) দুর্নীতির বিষয়ে গ্রেফতারি নিয়ে তিনি বলেন, “সুফিয়ান বিরোধী বলেই ওই প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতি গ্রামেই একটা করেই সামসুল আছে। একশো দিনের কাজের টাকা মারা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নয় ছয় করে একটা করে জাহাজ বাড়ির মালিক (Barabari) ও একটা করে সামসুল তৈরি হয়েছে। মমতার গোষ্ঠী মানেই সুফিয়ানের গোষ্ঠী। যথার্থ দুর্নীতি হয়েছে। ধরেছে কাজ ভাল হয়েছে। ভাদু,আনারুল, সুফিয়ান এই ক্যান্সার তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা এখন ছড়িয়ে পড়ছে। তাই এখন অঙ্গ কেটে কী হবে?”

এরপর, শুভেন্দু বলেন, “স্বৈরাচারী শাসকের বর্ষ পূর্তি হিসেবে ২ মে, এবং ১৩ মে শপথের দিন শহিদ দিবস পালন এবং সনাতনী সেবক শহিদ দেবব্রত মাইতির প্রতি শ্রদ্ধা জনাব আমরা। ওইদিন থেকে প্রতিবছর শঙ্খ ও চোখের জলে শ্রদ্ধা জানাবেন।”

পরে ফের সুর চড়িয়ে বিরোধী দলনেতা বলেন, “আনসার আমার গাড়িতে পাথর ছুড়েছিল। একাধিক সংবাদ মাধ্যমে দেখানো সত্ত্বেও দলদাস পুলিশ এখনও কোনও পদক্ষেপ করেনি।” এরপর বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশ দিয়ে তুলে আনা উচিত ওকে। কারণ সিটি স্ক্যান করতে গিয়ে মেশিনে বসে চা খাচ্ছেন। সিবিআই যে ওনাকে ছেড়ে রেখেছেন এটাই ওনার ভাগ্য।” একই সঙ্গে বীরভূমে ছাত্র মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ” এই রাজ্যে কোনও উপাচার্যই সেফ নয়, তা সে বিশ্বভারতী হোক না কেন।”

বস্তুত, রাজ্যের শাসকদল একুশের নির্বাচনে ব্যাপক সাফল্য পাওয়া সত্ত্বেও ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে বারবার বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে জনগণের ভোট দানে নন্দীগ্রাম বিধানসভায় পরাজিত হন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরাজয়ের বর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি সভায় অংশ গ্রহণ করেন সেদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী প্রার্থী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: Nandigram Chaos: টাকা তছরুপের অভিযোগে জেলে পঞ্চায়েত প্রধান, রাস্তায় নেমে বিক্ষোভ অনুগামীদের